বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » ত্রিপুরা স্টুডেন্ট কাউন্সিল এর সদস্যদের আর্থিক অনুদান প্রদান করেছে সেনাবাহিনী
ত্রিপুরা স্টুডেন্ট কাউন্সিল এর সদস্যদের আর্থিক অনুদান প্রদান করেছে সেনাবাহিনী
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট কাউন্সিল মহালছড়ি শাখার সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। ১৩ নভেম্বর মঙ্গলবার বিকেল আড়ায় টায় মহালছড়ি জোন সদরে জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি এ আর্থিক অনুদান প্রদান করেন। যাঁদেরকে আর্থিক অনুদান প্রদান করেছেন তাঁরা হলেন, ত্রিপুরা স্টুডেন্ট কাউন্সিল মহালছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক অগ্রেঞ্জয় ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক তপন বিকাশ চাকমা ও চনেরায় ত্রিপুরা।
আর্থিক অনুদান প্রদানকালে জোন অধিনায়ক বলেন, এলাকার শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেক যুব সমাজের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সমাজের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শিক্ষিত যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান তিনি। শান্তি ও সম্প্রীতি রক্ষাসহ সেনাবাহিনী সব সময় গরীব ও দুঃস্থ মানুষের মানুষের পাশে থেকে শিক্ষা ক্ষেত্রে ও সকল প্রকার উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান তিনি।