সোমবার ● ২৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ভাঙ্গুড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়া প্রতিনিধি :: ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে উপহার সামগ্রী হিসাবে পন্য বিতরণ করে ভোট ক্রয়ের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ৷ রবিবার রাতে ৪নং ওয়ার্ড সারম্নটিয়া কুঠিপাড়া মহল্লায় প্রায় ৫০টি বাড়িতে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ আব্দুল মালেক নান্নু হাজীর(জগ মার্কা)ছবিযুক্ত প্রতীক হিসেবে সরাসরি জগ বিতরণ করা হয় ৷ এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নির্বাচন অফিসার মোকাদ্দেস আলী ঘটনাস্থলে গিয়ে দুই বস্তা জগ উদ্ধার করেন৷ তবে তিনি সাংবাদিকদের ছবি তুলতে দেননি বরং বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বলে স্থানীয় কয়েকজন সাংবাদিক অভিযোগ তোলেন ৷ পরে রিটার্নি অফিসারের কার্যালয়ে জমা হবার পর উদ্ধারকৃত জগের ছবি তোলা হয় ৷ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শামছুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এটা নির্বাচনী আচরণ বিধির সুষ্পষ্ট লংঘন ৷ রাতে প্রার্থী আলহাজ আব্দুল মালেক নান্নু আত্নগোপন করলেও প্রশাসনের চাপে সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে দোষ স্বীকার করলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ৷ তবে এইরুপ অপরাধের জন্য জরিমানার পরিমান মাত্র ৫ হাজার টাকা হওয়ায় অন্যান্য প্রার্থী ও তাদের সর্মথকরা রিটার্নিং অফিসারের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছে ৷ অপর দিকে রবিবার রাতে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজলুর রহমানের(পাঞ্জাবী প্রতীক) বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামছুল আলম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন ৷