বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » চড়া দামে বীজ বিক্রির দায়ে জরিমানা
চড়া দামে বীজ বিক্রির দায়ে জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি :: চড়া দামে কৃষকের কাছে বীজ বিক্রি করার দায়ে গাইবান্ধার সাদুল্যাপুরে মেসার্স গণেশ বীজ ভান্ডারের মালিক গণেশ চন্দ্র সাহাকে ৬০ হাজার এবং মেসার্স সুজন বীজভান্ডারের মালিক সুজন প্রসাদকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ নভেম্বর) বিকেলে সাদুল্যাপুর উপজেলা শহরে ওই দুই বীজ ভান্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ খাজানুর রহমান ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সুমন। দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। সন্ধ্যা থেকে শুরু করে এই অভিযানে সাদুল্যাপুর বাজারে দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, আসন্ন বোরো মৌসুমে বিভিন্ন কোম্পানির বীজ ওভার রেটে বিক্রি করায় এবং কৃষক পর্যায় বীজ কিনে প্যাকেটিং করে বিক্রি করায় দোকানদার ধনেশকে ৬০ হাজার টাকা অন্যটিতে ব্যাবসায়ী সুজনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।