বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আদিবাসীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরে আদিবাসীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জমি জবর দখলের প্রতিবাদে আজ ১৪ নভেম্বর বুধবার দুপুরে ঢাকা-টাংগাইল মহাসড়কের উপজেলা প্রশাসনের পাশে মানববন্ধন করেছে।
উপজেলার সোনাতলা এলাকার ঈশ্বর চন্দ্র বর্মনের ৭ শতাংশ জমি অবৈধ ভাবে জবর দখল করেছে পাশের এলাকার মৃত লাল মিয়ার ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আক্কেল আলী গং। এর প্রতিবাদে জাতীয় আদিবাসী পরিষদের কালিয়াকৈর শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পঙ্কজ ভট্টচার্য্য ও সদস্য এডভোকেট সুবোধ চন্দ্র দাশ, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য উষা রঞ্জন কোচ, ঐক্য ন্যাপের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক রিপন চন্দ্র বর্মন, কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, আদিবাসী নেতা নিতাই চন্দ্র কোচ, কালিয়াকৈর উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমন্বয় পরিষদের সভাপতি অরুন চন্দ্র বর্মন, জীতেন্দ্র চন্দ্র কোচ কালু, কল্পনা রানী ভৌমিক প্রমুখ।