বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ৪০ বিজিবি’র পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা
মাটিরাঙ্গায় ৪০ বিজিবি’র পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: চিকিৎসা সেবার মত মৌলিক সুবিধা বঞ্চিত পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান আগামীতে চলমান থাকবে মন্তব্য করে পলাশপুর ৪০ বিজিবি জোনের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাইফুল্লাহ মিরাজুল আলম (সিগনাল) বলেন, আমরা সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌম রক্ষা ও দেশ বিরোধী যে কোন ধরনের চক্রান্ত প্রতিহত করতে সবসময় প্রস্তুত আছি। তিনি পলাশপুর জোন এলাকার অভ্যন্তরে শান্তি, শৃংঙ্খলা ও উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সম্পর্কে তথ্যদিয়ে এলাকার শান্তি প্রতিষ্ঠায় সকলকে ভুমিকা রাখার আহবান জানান। এ সময় তিনি সঠিক তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে জানিয়ে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও এলাকাবাসীর নানা বিষয়ে খোজ-খবর নেন। আজ ১৫ নভেম্বর সকাল ১১টায় ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পলাশপুর জোনের উদ্যোগে পুর্ব খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যপী আয়োজিত দুর্গম এলাকায় বসবাসকারীদের মাঝে পরিচালিত চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন কালে এ সব কথা বলেন। প্রায় ৩ শতাধিক পাহাড়ী-বাঙালীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিদুল ইসলাম, মেডিকেল সহকারি হাবিলদার মো. মাসুদ আহমেদ, মেডিকেল সহকারি ল্যান্স নায়েক মো. নুরুল ইসলাম। এ ছাড়া ৪০ বিজিবি উদ্যোগে সংষিøস্ট এলাকার কৃষকদের গবাদি পশুর চিকিৎসা প্রদানের দায়িত্ব পালন করেছেন মাটিরাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ সহকারী মংসা থোয়াই মারমা, সেচ্ছাসেবক আশরাফুল, মোঃ রফিকুল ইসলাম। শতাধিক গবাদি পশুকে চিকিৎসা দেন তারা। শিশুদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচী আওতায় (ইপিআই) সেবা প্রদান করেন মাটিরাঙ্গা থানা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিএইচসিপি হিমুন্দু ত্রিপুরা,এইচ এ কামনা ত্রিপুরা, ইমুনাইজেশন ওয়ার্কার বিপ্লব ত্রিপুরা। কৃষিখাতে সেবা প্রদান করেছেন মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবর্ষি চাকমা ও প্রিয়াংকা দেবনাথ প্রমুখ। এ সময় ৪০ বিজিবি পলাশপুর জোনের সুবেদার মেজর মো. মতিউর রহমান, ক্যাম্প এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকসহ জোন সদর ও পুর্ব খেদাছড়া পোস্টের বিভিন্ন পদস্থ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।