মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে পলো বাওয়া উত্সব পালিত
বিশ্বনাথে পলো বাওয়া উত্সব পালিত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের পশ্চিমের বিলে আনন্দ উত্সবের মধ্য দিয়ে ২৯ ডিসেম্বর মঙ্গলবার পালিত হল চিরায়ত বাংলার পুরানো ঐতিহ্যবাহী পলো বাওয়া উত্সব৷ সকাল ১০টা থেকে শুরু হওয়া পলো বাওয়া উত্সব ১২টায় শেষ হয়৷ এবছরের বিলে তেমন মাছ না পাওয়ার কারনে পলো বাওয়াতে অংশগ্রহনকারি কয়েকজন ১-২টি করে মাছ ধরে আনন্দ-চিত্তে বাড়ি ফিরেছেন৷ আবার অনেকেই খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে ৷ তবে পলো বাওয়া উত্সবের আনন্দটা যুবক-বৃদ্ধের চেয়ে ছোট ছোট শিশুদের মাঝেই একটু বেশি আনন্দের মনে হয়েছে ৷ তারা তাদের বাবা-চাচা-দাদা-মামা-ভাইর হাত ধরে কইল নিয়ে এসেছে মাছ ধরে নিয়ে যাওয়ার জন্য ৷ পলো বাওয়া উত্সবে কোনো একজন একটি মাছ ধরার সঙ্গে সঙ্গে অন্যান্যরা আনন্দ মনে চিত্কার করে উঠেন৷ ছোট-বড় কোনো ভেদাভেদ না করে সবাই মিলে পূর্ব পুরুষদের মতো প্রায় দুই শত বছর ধরে এই পলো বাওয়া উত্সবে যোগ দেন গোয়াহরি গ্রামের শতশত মানুষ৷ তবে এই পলো বাওয়া দেখতে আশপাশের গ্রামের লোকজন সকাল থেকেই দল বেঁধে আসতে থাকেন গোয়াহরি বিলে৷
জানা যায়, প্রায় দুইশত বছর ধরে গোয়াহরি গ্রামের পশ্চিমের বিলে পলো বাওয়া উত্সব পালন করে আসছেন এলাকাবাসি ৷ প্রতি বছর শীত মৌসুমে এলাকাবাসি একত্রিত হয়ে বিলে মাছ শিকার করেন৷ ঐতিহ্যবাহি এ পলো বাওয়া উত্সব দেখতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা উত্সুক জনতা আসেন৷
যুক্তরাজ্য প্রবাসী আবুল বশর বলেন, ছোট বেলা অনেক দিন বিলে পলো বাওয়াতে অংশগ্রহন করেছি ৷ কিন্তু দীর্ঘদিন পর বিলে মাছ ধরতে এসে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে ৷
গোয়াহরি গ্রামের ইকবাল হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবছর বার্ষিক পলো বাওয়া উত্সব পালিত হয়৷ আগের মতো বিলে তেমন মাছ পাওয়া যায়নি৷
স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেন বলেন, এটি পুরনো ঐতিহ্য৷ প্রতিবছর উত্সবের মাধ্যমে পলো দিয়ে মাছ শিকার করা হয়৷ এতে আলাদা আনন্দ পাওয়া যায়৷