শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে পাগল হাতিকে জীবিত অবস্থায় উদ্ধার
গোবিন্দগঞ্জে পাগল হাতিকে জীবিত অবস্থায় উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় জেলা প্রশাসকের হস্তক্ষেপে ব্যবসা প্রতিষ্ঠানে তান্ডব চালানো পাগল একটি হাতিকে জীবিত অবস্থায় উদ্ধার ও চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করে মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি পোষা হাতি মাহুত গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়ক দিয়ে যাওয়ার সময় পথে মধ্যে উপজেলার কোচাশহর বাজার থেকে এক পথচারী ফসলে কীট নাষক দেয়ার জন্য পলিব্যাগে করে (ফুরাডন) নিয়ে বাড়ী ফিরছিল। এমন সময় হাতিটি সুর দিয়ে পলিব্যাগসহ ফুরাডনের প্যাকেটটি তার হাত থেকে নিয়ে খেয়ে ফেলে তার কিছুক্ষন পর বিষক্রিয়ায় হাতিটি পাগল হয়ে মাহুতকে ফেলে দিয়ে দোকান পাটে তান্ডব চালিয়ে ছোঁটাছুটি করতে থাকে ও এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনকে এ পাগল হাতি থেকে সাধারন মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়া ও হাতিটির চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করে মালিককে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়।
এ নির্দেশনা পেয়ে উপজেলা দুর্যোগ ও ত্রান বিষয়ক কর্মকর্তা জহিরুল ইসলাম ও উপজেলা ভ্যাটেনারি সার্জেন বেলাল হোসেনের তত্বাবধানে স্থানীয়দের সহায়তায় হাতিটিকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে পুকুরের এক ধারে এনে বিষক্রিয়া নাষক ভ্যাকসিন করলে তার ২০মিনিট পর হাতিটি সুস্থ্য ও স্বভাবিক হয় এবং কোন হতাহতের ঘটনা ঘটেনি।