শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথ ফুটবল দলকে সংবর্ধনা
বিশ্বনাথ ফুটবল দলকে সংবর্ধনা
বিশ্বনাথ প্রতিনিধি :: আবুল মাল আবদুল মুহিত আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে তিনবার চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্বনাথ উপজেলা দলকে সংবর্ধনা প্রদান করেছে বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন। স্থানীয় আল-হেরা শপিং সিটি মার্কেটের সামনে উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে জেলা আন্তঃউপজেলা চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ বাজারে তাদের এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে খেলোয়াড়দের মধ্যে সম্মাননা স্মারক প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন-বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ-সম্পাদক ও ডিএফএ সিলেটের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, খেলা-ধুলা মানুষকে শারীরিকভাবে সুস্থ্য-সবল রাখে তেমনি সকল প্রকার অপরাধমুলক কর্মকান্ড থেকে দূরে রাখে। বিশ্বনাথের মানুষ সব সময়ই খেলা-ধুলায় এগিয়ে রয়েছে। যার প্রমান তারা হ্যাট্রিক শিরোপা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিশ্বনাথ উপজেলার সবকটি ইউনিয়নে ফুটবল খেলাকে আরো বেগবান ও জাতীয়ভাবে নেওয়ার সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন।
বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার দিলসাদ আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পংকি খান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা যুবলীগ নেতা আলতাব হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়ানুরাগী ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
সভায় মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকাল সিলেট ব্যুরো’র ফটো সাংবাদিক ইউসুফ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি অসিত রঞ্জন দেব, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ মো. আবুল কাশেম, প্রচার সম্পাদক ফজল খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রোহেল উদ্দিন, কামাল মুন্না ও বদরুল ইসলাম মহসিন প্রমুখ।