শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গুনীজন » অধ্যক্ষ আবুল হাসানের সংবর্ধনা
অধ্যক্ষ আবুল হাসানের সংবর্ধনা
রাউজান (চট্টগ্রামে) প্রতিনিধি :: চট্টগ্রাম সরকারী কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসানকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে বিভাগের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ড. সুলতান আহমেদ বলেছেন, বহুগুণির জন্মধন্য আলোকিত গ্রাম মোহাম্মদপুর। এই গ্রামকে আরো আলোকিত করেছেন এ গ্রামের কৃতি সন্তান প্রফেসর আবুল হাসান। তিনি চট্টগ্রাম সরকারী কলেজের মতো দেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে যোগদান করে রাউজান তথা সমগ্র চট্টগ্রামকে আলোকিত করার গুরু দায়িত্ব নিয়েছেন। আজ শুক্রবার মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রঙ্গনে অনুষ্ঠিত এ সংবর্ধনার আয়োজন করেন মোহাম্মদপুর গ্রামের জনসাধারণ ও বিভিন্ন সংগঠন। সংবর্ধনা পরিষদের আহবায়ক রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে ও সদস্য সচিব শওকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন গ্রামের আরেক কৃতি সন্তান অধ্যাপক নজিরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মো. সেলিম, প্রবীন শিক্ষানুরাগী আলহাজ্ব শামসুল আলম, মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, অধ্যাপক ফোরকান মিয়া, মুহাম্মদ আলী এম.কম, মুসলেহ উদ্দিন বদরুল, আব্দুল খালেক। সংবর্ধিত অতিথি অধ্যাপক আবুল হাসান তাকে দেয়া সংবর্ধনার জবাবে বলেন, রাউজান হাজারো গুনির জন্মস্থান। এ উপজেলার মোহাম্মদপুর গ্রামেও জন্ম নিয়েছে দেশের অনেক গুনি জ্ঞানি কৃতি সন্তান। তাঁদের আলোয় আজ গ্রামটি আলোকিত। গুনিধন্য এ মোহাম্মদপুরের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষায় মেধার পরিচয় দিয়ে দেশ ও সামাজে আলো ছড়াতে হবে। সর্বক্ষেত্রে মোহাম্মদপুর গ্রামকে আলোকিত গ্রাম হিসেবে এগিয়ে রাখতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুলতানপুরের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর, সাংবাদিক খোরশেদুল আলম শামীম, আলহাজ্ব নুরুল আমিন, সারজু মো. নাছের, গোলাম মামুন জাবু, হাসান মো. রাশেদ, কামরুল ইসলাম পারভেজ, মাসুদুল আলম, নাজিম উদ্দিন, ইকবাল হোসেন শওকত, এনামুল হক এনাম, কামরুল হুদা পাভেল, আবুল কালাম আজাদ, আরিফুল হোসাইন, শাহ নেওয়াজ চৌধুরী, এম সাইফুল ইসলাম প্রমূখ। #অামির হামজা, রাউজান, ১৬-১১-২০১৮।