মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা সমাপ্ত
জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা সমাপ্ত
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা :: বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের উদ্যোগ্যে ও ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপী জাতীয় ২৭তম সিনিয়র এবং ১২তম মাস্টার পুরুষ শরীরগঠন প্রতিযোগিতা-২০১৫ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৯ ডিসেম্বর মঙ্গলবার শেষ হয়েছে ৷ প্রতিযোগিতায় সারাদেশ থেকে ৮০টি ক্লাবের ২৫০ জন বডিবিল্ডার অংশ নেয়৷ এবার সিনিয়র বিভাগে ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও প্লাস ৮০ কেজি ওজন শ্রেণিতে মিস্টার বাংলাদেশ হয়েছেন যথাক্রমে বাংলাদেশ আনসারের মোঃ আরিফুর রহমান, মানস জিম, চট্টগ্রাম-এর মোঃ সাইফুল ইসলাম তালুকদার, বাংলাদেশ আনসারের আনোয়ার হোসেন, ফার্স ক্লাব, ঢাকা-এর মোঃ জুবায়ের, বাংলাদেশ আনসারের মোহাম্মদ নাজমুস সাকিব ভূঁইয়া, বাংলাদেশ আনসারের সুমন দাস ও টিম নিউট্রিটেক, ঢাকা-এর হাসিব মোহাম্মদ হলি এবং মাস্টার বিভাগে এডোনাইজ ফিটনেস সেন্টার লিঃ ঢাকা-এর মোঃ মাহছুদুর রহমান৷
জাতীয় শরীরগঠন প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার দল এবং দলগত রানারসআপ মানস জিম, চট্টগ্রাম দল৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শ্রী অশোক কুমার বিশ্বাস (যুগ্ম-সচিব)৷ এবারের প্রতিযোগিতায় আর্থিক সহযোগিতায় ছিলো ওয়ালটন, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টের শেপ-আপ, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিঃ, ইটনা গ্রুপ, মাল্টি স্পোর্টস, জিএনসি লাইভ ওয়েল, আব্দুল মোমেন লিঃ ও মাল্টিট্রেড ইন্টারপ্রাইজ লিঃ৷
প্রতিযোগিতার প্রত্যেক ক্যাটাগোরীর ৭জন মিস্টার বাংলাদেশ এবং ওপেন ওয়েট ক্যাটাগোরী থেকে ১জন মাস্টার বাংলাদেশ খেতাব অর্জনকারী প্রত্যেকে জিএনসি লাইভ ওয়েল এর পক্ষ থেকে এক বছরের জন্য পাবেন মাসিক দু’হাজার টাকার ফুড সাপ্লিমেন্ট৷