শনিবার ● ১৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়িতে কৃষকলীগের উদ্যোগে কৃষক সমাবেশ
নাইক্ষ্যংছড়িতে কৃষকলীগের উদ্যোগে কৃষক সমাবেশ
মোহাম্মদ আব্দুর রহিম,বান্দরবান প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলেক্ষে পাহড়ি জেলা বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনের পরপর ৫ বারের নির্বাচিত বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পার্বত্য প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এর নৌকা মার্কার সমর্থনে বান্দরবান জেলা কৃষকলীগের উদ্দ্যোগে বান্দরবান পার্বত্য জেলার ৩৩ ইউনিয়নে কৃষক সমাবেশ করার কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১৭ নভেম্বর) বিকেলে ৪ টার সময় বাংলাদেশ আওয়ামীলীগের নাইক্ষ্যংছড়ি উপজেলা কার্যালয় মিলনায়তনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তফা কামাল লালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন বান্দরবান জেলা কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া (পাপন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি তছলিম ইকবাল চৌধরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, জেলা পরিষদ সদস্য ক্যনু ওয়ান চাক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, জেলা কৃষকলীগের সহ-সভাপতি বাছা খেয়াং, জেলা কৃষকলীগের যুগ্ন-সম্পাদক গাব্রিয়েল ত্রিপুরা, জেলা কৃষকলীগের যুগ্ন-সম্পাদক মো.সাহাব উদ্দিন, জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক অভিজিৎ তঞ্চঙ্গ্যা, জেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, ও কানু দাশ, নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন শিমুল, আরো উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা লীগের আহব্বায়ক জোহরা বেগম, সদস্য সচিব এড.ওজিফা খাতুন রুবি, সদস্য খালেদা খাতুন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছা সেবক লীগ’সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
সমাবেশে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবলে চলবে না
বিএনপি-জামায়াতের কুকর্ম সম্পর্কে কৃষক সমাজ জানে না। এই বিষয়গুলো কৃষক সমাজের কাছে পৌঁছাতে হবে।
এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর কে পরাজয় করা মানে পার্বত্য অঞ্চলসহ পুরো দেশটাকে পিছিয়ে দেওয়া তাই এখনই সময় সিদ্ধান্ত নেয়ার।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য ও জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর সকলকে ঐক্য বদ্ধভাবে এই একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মননীত প্রার্থী বাবু বীর বাহাদুকে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার জন্য আহব্বান জানান।