রবিবার ● ১৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ২৯৯-রাঙামাটি আসনে কাউখালীতে অধিক ঝুকিঁপুর্ন কেন্দ্র ৯টি বলে প্রশাসনের দাবি
২৯৯-রাঙামাটি আসনে কাউখালীতে অধিক ঝুকিঁপুর্ন কেন্দ্র ৯টি বলে প্রশাসনের দাবি
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা নিয়ে গঠিত ২৯৯ সংসদীয় আসন রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় মোট ২০টি ভোট কেন্দ্রের মধ্যে ৯টি ভোট কেন্দ্রকে অধিক ঝুকিঁপুর্ন বলে স্থানীয় প্রশাসন নির্ধারিত করেছেন বলে জানা যায়।
সুত্র জানায় কাউখালী উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে মোট ২০টি ভোট কেন্দ্র। ভোট কেন্দ্র গুলি হলো ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়, পুর্ব শিয়অলবুক্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়বিলি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাশখালী নিন্ম –মাধ্যমিক বিদ্যালয়, নতুন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শীলছড়ি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। ২নং ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বর্মাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাভাঙা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৩নং ঘাগড়া ইউনিয়নের সদর আইডিয়েল কেজি স্কুল, নিন্ম কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘিলাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, পানছড়ি উচ্চ বিদ্যালয়, ঘাগড়া উচ্চ বিদ্যালয়, রাঙামাটি টেক্সটাইলমেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৪নং কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, মাঝিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তারাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাচন অফিস ও কাউখালী থানার রিপোর্ট অনুযায়ী জানা যায়, উপজেলার অধিক ঝুকিঁপুর্ন কেন্দ্র হলো ৯টি। কেন্দ্রগুলি হলো ডাবুয়া সরকারী প্রাঃবিঃ কেন্দ্র, বর্মাছড়ি সঃপ্রাঃবিঃ কেন্দ্র, নাভাঙা সঃ প্রাঃ বিঃ কেন্দ্র, কোলা পাড়া সঃ প্রাঃ বিঃ কেন্দ্র,কাশখারী সঃ প্রাঃ বিঃ কেন্দ্র, পানছড়ি সঃ প্রাঃ বিঃ কেন্দ্র,ঘাগড়া উচ্চ বিঃ কেন্দ্র,শীলচড়ি এসইএসডিপি মডেল উচ্চ বিঃ কেন্দ্র,মাঝের পাড়া সঃ প্রাঃ বিঃ কেন্দ্র।
এ ব্যাপারে কাউখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মন্জুর আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার মোট ২০টি ভোট কেন্দ্র। তার মধ্যে কাউখালী উপজেলার পাহাড়ী প্রত্যন্ত এলাকা হওয়ায় পুর্বে থেকেই প্রশাসন এই ৯টি ভোট কেন্দ্র কে অধিক ঝুকিঁপুর্ন কেন্দ্র বলে বিবেচিত করা হয়।
অপরদিকে কাউখালী উপজেলার মোট ভোট কেন্দ্র সংখ্যা ২০টি, মোট ভোটার সংখ্যা ৪২৮১৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২১৮৯১ জন, মহিলা ভোটার সংখ্যা ২০৯২২জন বলে উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়।