রবিবার ● ১৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » অন্ধ ভক্তের কান্ড : নিজের ভ্যান বিক্রি করে এমপি প্রার্থীর জন্য দোয়া মাহফিল
অন্ধ ভক্তের কান্ড : নিজের ভ্যান বিক্রি করে এমপি প্রার্থীর জন্য দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও পরপর তিনবার শৈলকুপা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হাই এর দলীয় মনোনয়নকে ঘিরে গাড়াগঞ্জ বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই যাতে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের দলীয় মনোনয়ন পায় এ জন্য এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের আয়োজন করেন গাড়াখোলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম শাহ। তিনি তার নিজের উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যান বিক্রি করে এই দোয়া মাহফিলের আয়োজন করেন। এমপি আব্দুল হাই এর অন্ধভক্ত সেলিম শাহ জানান, তার উর্পাজনের একমাত্র মাধ্যম ছিলো একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি। সেটি ১৭ হাজার টাকায় বিক্রি করে এ দোয়া মাহফিলের আয়োজন করেন। তার পছন্দেও নেতা এমপি আব্দুল হাই যাতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পায় সে উদ্দেশ্যেই এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি আরো জানান, এমপি আব্দুল হাই এর অন্ধভক্ত তিনি। যদি তার নেতা দলীয় মনোনয়ন না পায় তবে সেলিম আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। ভ্যান বিক্রির সব টাকা দোয়া মাহফিলের ডেকোরেশন ও তবারক খরচে শেষ হয়ে গেছে। আগামীকাল থেকে তার উপার্জনের আর কোন মাধ্যম না থাকলেও সে দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে আনন্দিত। শনিবার বিকেলে উপজেলার গাড়াগঞ্জ বাজারের সেগুনবাগিচায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা। দোয়া মাহফিলে আশপাশ এলাকার তিন শতাধিক মুসল্লি ও সাধারণ জনগন উপস্থিত হয়ে আব্দুল হাই ও জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। আব্দুল হাই এর দলীয় মনোনয়ন নিশ্চিত করতে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে এ দোয়া মাহফিল পরিচালনা করেন গাড়াগঞ্জ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ তরিকুল ইসলাম।