রবিবার ● ১৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রাথমিক-ইবতেদায়ী পরীক্ষায় অনুপস্থিত ১৮২ জন
বিশ্বনাথে প্রাথমিক-ইবতেদায়ী পরীক্ষায় অনুপস্থিত ১৮২ জন
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে আজ রবিবার প্রাথমিক ও ‘ইবতেদায়ী’ সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার উপজেলার ৫হাজার ৬শ’ ১০জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এরমধ্যে পিএসসি পরীক্ষার্থী ছাত্র ২ হাজার ২শত ৬৫জন ও ছাত্রী ২হাজার ৬শত ১১জন। ইবতেদায়ী পরীক্ষার্থী ৭শত ৩৪জন। এরমধ্যে ছাত্র ৪০২ ও ছাত্রী ৩৩ জন। এবার ১৫টি কেন্দ্রে ১৭৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৩২টি মাদরাসার পরীক্ষার্থী অংশগ্রহন করেন।
প্রথম দিনেই ৫ হাজার ৬শ’ ১০জনের মধ্যে ১৮২জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এরমধ্যে ৪ হাজার ৮শ’ ৭৬জন পিএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছেন ১০৬জন। তবে, শুধুমাত্র একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকেই ২২জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। ৭৩৪জন ইবতাদয়ী পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিতির সংখ্যা ৭৬জন।
এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ বলেন, এবছর ১৫টি কেন্দ্রে ১৭৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৩২টি মাদরাসার পরীক্ষার্থীরা অংশ নেয়। ‘ইবতেদায়ী’ সমাপনী পরীক্ষা ৫হাজার ৬শ’১০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এতে পরীক্ষার প্রথম দিনে ১৮২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।