রবিবার ● ১৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ছিনতাইকৃত মালামালসহ তিন ভয়ঙ্কর ছিনতাইকারী আটক
সিলেটে ছিনতাইকৃত মালামালসহ তিন ভয়ঙ্কর ছিনতাইকারী আটক
সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর জিন্দাবাজারের সরকারী মহিলা কলেজের সামনে থেকে ছিনতাইকৃত মালামালসহ তিন ভয়ঙ্কর পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
আটককৃতরা হচ্ছে-নেত্রকোনার রোমান (২৬), ব্রাক্ষণবাড়িয়া আশুগঞ্জের মো. কিরন মিয়া (২০) এবং দক্ষিণ সুরমার পালপুরের রাজু মিয়া (২০)। ১৭ নভেম্বর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতরা করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসএমপির কোতয়ালী থানাধীন জিন্দাবাজার এলাকা সরকারী মহিলা কলেজের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তারা মহানগরীর সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানায় এবং ইতোপূর্বে অনেক নিরীহ মানুষের নিকট থেকে মূল্যবান জিনিস ছিনতাইয়ের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব এর সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার মাঈন উদ্দিন চৌধুরী জানিয়েছে।