সোমবার ● ১৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » ধর্ম » মহামুনি আর্য্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারের কঠিন চীবর দানোৎসব আগামী ২২ ও ২৩ নভেম্বর
মহামুনি আর্য্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারের কঠিন চীবর দানোৎসব আগামী ২২ ও ২৩ নভেম্বর
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: রাউজানের মহামুনি আর্য্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারের ২দিন ব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব আগামী ২২ ও ২৩ নভেম্বর, বৃহস্পতি ও শুক্রবার মহাসাড়ম্বরে বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এই দানোৎসবের উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে প্রথম দিবসে রয়েছে সকাল সাড়ে ৭টায় পঞ্চশীল গ্রহণ এবং সাদা কাপড়, সুই-সূতা, রং দান ও চীবর প্রস্তুত করণ, দুপুর ২:৩০টায় ভান্তের সশিষ্য আগমন ও বরণ এবং চীবর রং করণ।
২য় দিবসের উল্লেখযোগ্য কর্মসূচীতে রয়েছে ভোর ৫টায় বিশ্বশান্তি কামনায় প্রার্থনা এবং ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, ৬ টায় শ্রমণ সংঘের প্রাতঃরাশ দান, ৮টায় ভিক্ষু ও শ্রমণ সংঘের পিন্ড চারণ, সকাল ১০ টায় ভিক্ষু সংঘের আসন গ্রহণ ও বরণ, সকাল সাড়ে ১০ টায় কঠিন চীবরের উৎসর্গ, সাড়ে ১১ টায় অনুষ্ঠানের মূলপর্বে সদ্ধর্ম দেশনা করবেন পূজনীয় আর্যশ্রাবক, প্রতিসম্ভিদাসহ ষড়াভিজ্ঞ অর্হৎ, অনুবুদ্ধ ভদন্ত শীলানন্দ স্থবির ( ধূতাঙ্গ ভান্তে)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহামুনি মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ স্বদ্ধর্মের শাসনস্তম্ভ উপসংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের। উক্ত মহা ধর্মযজ্ঞে সদ্ধর্ম পিপাসু নির্বানকামী উপাসক-উপসিকাবৃন্দদের স্ব-শরীরে উপস্থিত থেকে কায়িক, বাচনিক, মানসিকভাবে অংশ গ্রহণ করার জন্য বিহার পরিচালনা কমিটির পক্ষে অনুরোধ জ্ঞাপন করেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রি মুৎসুদ্দি কাকন।