মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » অনলাইন মিডিয়াকর্মীদের পাস বরাদ্ধ না করায় বনপা ও জাতীয় অনলাইন প্রেসক্লাব’র নিন্দা
অনলাইন মিডিয়াকর্মীদের পাস বরাদ্ধ না করায় বনপা ও জাতীয় অনলাইন প্রেসক্লাব’র নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত দেশব্যাপী পৌরসভা নির্বাচন -২০১৫’র ৩০ শে ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে।
নির্বাচনী পর্যাবেক্ষক ও সংবাদ সংগ্রহের জন্য সারা দেশে এবারও অনলাইন মিডিয়া কর্মীদের জেলা নির্বাচন অফিস থেকে দুই/একটি জেলায় পাস দিলেও অধিকাংশ জেলায় পাস প্রদান করা হয়নি। যে কারণে অনলাইন মিডিয়া কর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নিজেদের অর্থ ব্যয় করে অনলাইন মিডিয়াকর্মীরা দিন রাত পরিশ্রম করে বিশ্বব্যাপী বাংলাদেশের সংবাদ প্রচার ও প্রকাশ করছেন।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বর্তমান গুরুত্বপূর্ণ গণমাধ্যম অনলাইন মিডিয়াকর্মীদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশন অবমূল্যায়ন ও তাদের পেশাগত দায়িত্ব পালনে পাস প্রদান না করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি ড.মু.জানে আলম রবিদ ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সভাপতি শামসুল আলম স্বপন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।