মঙ্গলবার ● ২০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান-কেরানিহাট সড়কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত-১
বান্দরবান-কেরানিহাট সড়কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত-১
বান্দরবান প্রতিনিধি :: (৬ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৪ মি.) বান্দরবান-কেরানিহাট সড়কের বাস ষ্টেশন এলাকায় খুলনার সেতু ডিলাক্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস পাহাড়ি ঢালু রাস্তায় নিন্ত্রন হারিয়ে দুর্ঘটনা হয়। আজ মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ১১ টার সময় খুলনার তেরখেদা এলাকার একটি সমিতি হতে কক্সবাজার হয়ে আনন্দ ভ্রমনের উদ্দেশ্যে ৫৬ জন পর্যটক পার্বত্য এলাকা বান্দরবানে প্রবেশের সময় খুলনার সেতু ডিলাক্স পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৯৩৮ নাম্বারের বাসটি নিয়ন্ত্রন হারিয়ে বান্দরবান বাস ষ্টেশন এলাকার মুফিজ চৌধুরীর বাড়ির সামনে ঢালু রাস্তায় একটি বিজ্ঞাপনের বিলবোর্ডের লোহার খুঁটির সাথে মারাত্মক ভাবে সংঘর্ষ হলে ঘটনা স্থলেই বাস চালকের সহকারী মো. রাজু (৩৬) এর মৃত্যু হয়। এই ঘটনায় আরো ২০ জনেরও বেশী আহত হয়েছে।
বাসের যাত্রীদের সুত্রে জানাযায়, খুলনা হতে কক্সবাজার ও বান্দরবানে আনন্দ ভ্রমনের উদ্দেশ্যে ৫৬ জন যাত্রী নিয়ে বাসটি গত ১৫ তারিখ খুলনা হতে রওনা হয়েছিল। আহত ব্যক্তিদের মধ্যে কয়েক জনের নাম পাওয়া গেছে তারা হলেন, খুলনা বিএল কলেজে ছাত্র মো. সাগর (১৯) সাগরের দুইটি পা বিচ্ছিন্ন হয়ে যায়, জিয়া উদ্দিন (৩৫) তের খেদা লেবুদিয়া খুলনা, উকিল ভুইয়া(৫০) তের খেদা লেবুদিয়া খুলনা, মো. জনি (২১) রূপশা বাগড়া খুলনা, মো. আজিম খুলনা, নাদিম (২৬) তের খেদা থানা খুলনা, মো. জিয়ান মোল্লা (৩৫) তের খেদা খুলনা, মো. রুবেল (৩৭) তের খেদা থানা খুলনা, মো. মানিক (৫৫) বাসটির মালিক বলে জানাগেছে।
খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ, সেনাবাহিনীসহ স্থানিয়রা বাস দুর্ঘটনায় আহত ব্যাক্তিদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে খবর পেয়ে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, অতিরিক্ত পলিশ সুপার কামরুজ্জামান, বান্দরবান সদর ইউএনও নোমান হোসেন প্রিন্স সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনা স্থলে ছুটে যান।
আহত ব্যত্তিদের মধ্যে ৫ জনের আশংকা জনক হওয়ায় তাদের চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খুলনা হতে কক্সবাজার হয়ে বান্দরবান আসার সময় খুলনার সেতু ডিলাক্স পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৯৩৮ নাম্বারের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে বান্দরবান বাস ষ্টেশন এলাাকার মুফিজ চৌধুরীর বাড়ির সামনে ঢালু রাস্তয় দুর্ঘটনা হলে ঘটনা স্থলে বাসটির সুপার ভাইজার মো. রাজু (৪০)এর মৃত্যু হয়। খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ, সেনাবাহিনীসহ স্থানিয়রা বাস দুর্ঘটনায় আহত ব্যাক্তিদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির লাশটি ময়না তদন্তন জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিস্তারিত পরে জানানো হবে।