শুক্রবার ● ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » রাস্তায় ফেলে রাখা সেই বৃদ্ধ নারীর দায়িত্ব নিলো ঝালকাঠি জেলা প্রশাসন
রাস্তায় ফেলে রাখা সেই বৃদ্ধ নারীর দায়িত্ব নিলো ঝালকাঠি জেলা প্রশাসন
ঝালকাঠি প্রতিনিধি :: ৮০ বছর বয়সের বৃদ্ধা চানবরু চির কুমারী। বাবা-মায়ের সঙ্গেই জীবন যাপন করতেন তিনি। বাবা-মা মারা যাবার পর ছোট বোন জাহানুর বেগমের কাছে থাকতেন তিনি। পারিবারিক প্রয়োজনে জাহানুর বেগমও ঢাকায় চলে যায়। এরপর আত্মীয় স্বজনদের বাড়ি, ঘরের বারান্দা, রান্না ঘর, গোয়াল ঘরে আশ্রয় নিয়ে জীবনের বহু সময় অতিবাহিত করেন। বয়সের ভাড়ে স্বাভাবিক জীবন যাপন করতেও অক্ষম তিনি। বাসন্ডা এলাকায়ই তার পিতা-মাতা এবং আত্মীয় স্বজনদের বাড়িতে কাটাতেন তিনি। মঙ্গলবার বিকেলে শহরের বাসন্ডা ব্রিজের ঢালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় তাকে। বিষয়টি কয়েক সংবাদ কর্মী এবং স্থানীয়রা জেলা প্রশাসক মোঃ হামিদুল হককে জানালে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাহার মিয়াকে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ করেন। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. গোলাম ফরহাদ তাকে চিকিৎসা পর্যবেক্ষণে রাখেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে ওষুধপত্রের ব্যবস্থা করেন তিনি। জেলা প্রশাসক মোঃ হামিদুল হক এবং সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বৃহস্পতিবার দুপুর ১২ টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন চানবরুকে দেখতে যান। এসময় তার চিকিৎসার সার্বিক খোজ খবর নেন। সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, অসহায় বৃদ্ধা চানবরু বেগমের সার্বিক খোজ খবর নেয়া হচ্ছে। বিনামূল্যে তার সার্বিক চিকিৎসা দেয়া হচ্ছে। জেলা প্রশাসক মোঃ হামিদুল হক জানান, বৃদ্ধা চানবরু বেগমকে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থা থেকে তুলে আনা হয়েছে। সদর হাসপাতালে ভর্তি করে তার সার্বিক চিকিৎসা দেয়া হচ্ছে। পুরাতন কাপড়গুলো পরিধানের অনুপযোগী হওয়ায় তার জন্য প্রয়োজনীয় নতুন কাপড়ের ববস্থা করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সেবা শুশ্রষা করার জন্য এক মহিলাকে পরিশ্রমিক দিয়ে তার কাছে রাখা হয়েছে। তার নামের বয়স্কভাতা প্রতারণা করে কে তুলে নেয় তার খোজ খবর নেয়া হচ্ছে। তাছাড়াও চানবরু বেগমের পৈত্রিক সম্পত্তি কোথায় কি অবস্থায় আছে, তার নামে কতটুকু জমি বরাদ্দ আছে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।