শুক্রবার ● ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের মাদক ব্যবসায়ীদের আটকের সংবাদ
গাজীপুরের মাদক ব্যবসায়ীদের আটকের সংবাদ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৬মি.) গাজীপুরের শ্রীপুরের নারী মাদক ব্যবসায়ী রাশেদাকে ২২ নভেম্বর বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে আদালত। একই দিনে আরেক মাদক ব্যবসায়ী বাবুল মিয়াকেও কারাগারে পাঠানো হয়েছে। ২১ নভেম্বর বুধবার তাদের গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদক বিরোধী বিশেষ টিম শ্রীপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে শ্রীপুর থানার বেড়াইদের চালা গ্রামের আঃ রহিমের স্ত্রী রাশেদাকে (৩৬) গ্রেফতার করে। এছাড়া মুলাইদ থেকে কালু ফকিরের বাড়ির ভাড়াটিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গুইতলা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মোঃ বাবুল মিয়াকে (৩৮) মাদক কেনাবেচার অভিযোগে গ্রেফতার করে।
তাদের নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছিল।
গাজীপুরের দুই মাদক ব্যবসায়ী জেলে
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ পুড়িয়া হেরোইন উদ্ধার করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। তাদের নামে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
২২ নভেম্বর বৃহস্পতিবার আদালত মাদক ব্যবসায়ীদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
কারাগারে প্রেরিত মাদক ব্যবসায়ীরা হলো- কাপাসিয়া থানার সিংহশ্রী ইউনিয়নের ঝাওয়াদী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বুলবুল (২৬)। তার নিকট থেকে ১৫ পিস ইয়াবা ও ৮ পুড়িয়া হেরোইন পাওয়া গেছে।
অপর আসামি শ্রীপুর থানার বাশবাড়ি গ্রামের আঃ ছামাদের ছেলে মোঃ আবুল কালাম (৩০)। তার নিকট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরে ৩০০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার-১
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তিন’শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
২২ নভেম্বর বৃহস্পতিবার গাছা থানার বালিয়ারা রোডস্থ হাদুমিয়ার বাড়ীর সমনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে নাজমুল (২৪) নামের মাদক ব্যবসায়ীকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এসআই মোঃ জিন্নাহ শেখ, এএসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ গাছা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।