বুধবার ● ৩০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে
রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে
ষ্টাফ রিপোর্টার :: বুধবার ৩০ ডিসেম্বর চলছে রাঙামাটি পৌরসভা নির্বাচন ২০১৫ এর ভোট গ্রহণ ৷ ৪ টি কেন্দ্রে ঘুরে দেখাগেছে ভোটাররা উত্সাহ উদ্দীপনার মধ্যো দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে৷ আওয়ামীলীগের আকবর হোসেন চৌধুরী দলীয় প্রতীক নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাইফুল ইসলাম চৌধুরী দলীয় প্রতীক ধানের শিষ,জাতীয় পার্টি (এরশাদ)’র শিবু প্রসাদ মিশ্র দলীয় প্রতীক লাঙ্গল, পিসিজেএসএস সমর্থীত স্বতন্ত্র প্রার্থী গঙ্গামানিক চাকমা নারিকেল গাছ, ও স্বতন্ত্র প্রার্থী রবিউল আলম রবি কম্পিউটার প্রতীক নিয়ে প্রতিদন্দীতা করছেন৷
রাঙামাটি সরকারী কলেজ কেন্দ্রে পুরুষ ১৪৭৫ জন ও মহিলা ভোটার ১২৮৪ জন৷ সকাল সার ৯ টা পর্যন্ত ১৫% ভোট ভোটাররা ভোট প্রদানের কথা জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আপ্রু মারমা৷ গোধুলী আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ২০১৪০ মহিলা ভোটার ১২২৬ জন৷ এখানেও ১৫-২০% ভোট গ্রহণের কথা জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ নাজিম উদ্দিন৷ গোধুলী আমানতবাগ স্কুলে একজন মেয়র প্রার্থীর পক্ষে এক যুবক জাল ভোট দিতে গেলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনৈক যুবককে প্রথমিকভাবে শাসিয়ে ছেড়ে দেন৷
এসময় গোধুলী আমানতবাগ স্কুলে নিজের ভোট প্রদান করতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় নেতা এডভোকেট দীপেন দেওয়ান৷ তার কাছে প্রথমিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন জানতে চাইলে তিনি বলেন প্রাথমিক ভাবে নির্বাচনী পরিবেশ ভাল লাগছে৷ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী এ পরিবেশ বজায় রাখার জন্য তিনি আহবান জানান৷ তার দলীয় মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী (ধানের শিষ) এবার নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি কতটুকু আশাবাদী জনতে চাইলে এডভোকেট দীপেন দেওয়ান বলেন জালভোট বন্ধ করা গেলে তার দলীয় প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী৷ ভেদভেদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মহিলা কেন্দ্রে ভোটার ১৮২১ জন৷ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামীম আহসান জানান ২ ঘন্টায় ২৫% ভোটাররা ভোট প্রদান করেছেন৷ পাশাপাশি স্থানে পুরুষ কেন্দ্রের ভোটার ২১২১ জন৷ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ মজিবুর রহমান জানান সারে তিন ঘন্টায় ৭০০ ভোট প্রদান করেছেন ভোটাররা৷ রাঙাপানি যোগেন্দ্র দেওয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ৯৯৩ মহিলা ভোটার ৯১৬ জন৷ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ শামসুল হক জানান সকাল থেকে তার কেন্দ্রের ৪৫% ভোটার ভোট প্রদান করেছেন৷ এই কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা যথাযত নয় বলে স্থানীয়রা দাবি করেছেন৷ এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার কেন্দ্রে এখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ সার্বিক নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান৷ প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে জানা গেছে সকাল থেকে রাঙামাটি জেলা প্রশাসক সামশুল আরেফিন, রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ এর রিটার্নিং অফিসার মোসত্মফা জামান, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহাদাত্ হোসেন কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন৷ রাঙামাটি পৌরসভায় ২৮ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, বেলা সারে ১২ টা পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷