রবিবার ● ২৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » আবারও খাগড়াছড়ি আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা
আবারও খাগড়াছড়ি আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১১ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.২৬মি.) একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৯৮ নং পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। রোববার সকালের দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি গ্রহন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু ও খাগড়াছড়ি সদর উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. নুরুল আযম। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে জন-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে দাবী করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুই প্রু চৌধুরী অপু বলেন, আমরা যে কোন মুল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার প্রতিদান দেব। কুজেন্দ্র লাল ত্রিপুরার মনোনয়ন লাভের খবর শুনে মিষ্টি বিতরণ করা হয়েছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে। একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেছেন নেতাকর্মীরা। উল্লাসিত মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বলেন, মনোনয়ন প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমুল কর্মীদের মুল্যায়ন করেছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এদিকে কুজেন্দ্র লাল ত্রিপুরার দলীয় মনোনয়ন পাওয়ার খবর পাহাড়ী জেলা খাগড়াছড়িতে ছড়িয়ে পড়লে বিভিন্ন উপজেলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনন্দ প্রকাশের খবর নিশ্চিত করেছেন দলীয় সুত্র।