রবিবার ● ২৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ৬ষ্ঠ বারের মত নৌকার টিকেট পেলেন বীর বাহাদুর
বান্দরবানে ৬ষ্ঠ বারের মত নৌকার টিকেট পেলেন বীর বাহাদুর
বান্দরবান প্রতিনিধি :: (১১ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৮ মি.) আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।
আজ রবিবার (২৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের হাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত চিঠি আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের তুলে দিয়েছেন দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের হাতে।
নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হয়েছে।
সকাল থেকেই দলীয় কার্যালয়ে মনোনয়প্রত্যাশী ও তাদের কর্মী সমর্থকদের ভিড় দেখা গেছে। তারা আগেই আভাস পেয়েছিলেন যে আজ চূড়ান্ত মনোনয়নের টিকিট তুলে দেয়া হবে।
মনোনয়নের চিঠি নিয়ে বেরিয়ে এসে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের কর্মী সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখর বঙ্গবন্ধু এ্যাভিনিউ।
তাদের মধ্যে বান্দরবান ৩০০নং আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং।
বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গির বলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগে পক্ষ থেকে চূড়ান্ত একক প্রার্থী হিসেবে জননেত্রী শেখ হাসিনা”র কাছে বীর বাহাদুরের নাম পাঠানো হয়েছিল তারই ধারাবাহিকতায় বান্দরবান জেলা আওয়ামীলীগের একক প্রার্থী জননেতা বীর বাহাদুর কে প্রাধান্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত ও নৌকার প্রার্থী হিসাবে পার্বত্য বীরকে মনোনয়ন দিয়েছেন।
বীর বাহাদুর উশৈসিং বান্দরবান ৩০০ নং আসন থেকে পরপর ৫ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি গত ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের মত “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হয়েছিলেন।#