রবিবার ● ২৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » পানছড়িতে নৌকার সমর্থনে আনন্দ মিছিল
পানছড়িতে নৌকার সমর্থনে আনন্দ মিছিল
পানছড়ি প্রতিনিধি :: (১১ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৬ মি.) ২৯৮নং খাগড়াছড়ি আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পর্ন পার্বত্য টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরাকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নৌকা মার্কার সমর্থনে পানছড়িতে আনন্দ মিছিল ও দফায় দফায় মিষ্টি বিতরণ করেছে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ রবিবার (২৫ নভেম্বর) বিকাল ৪টা থেকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাহার মিয়া, সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম-সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মো. লোকমান হোসেন, যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দেব, যুবলীগ সভাপতি আল-আমিন, সম্পাদক ও পানছড়ি ইউপি চেয়ারম্যান মে. নাজির হোসেন, ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক ও সম্পাদক জহিরুল আমিন রুবেলে‘র নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
পরে আওয়ামী লীগ সভাপতি মো. বাহার মিয়ার সভাপতিত্বে ও যুবলীগের সম্পাদক ও পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেনের সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সম্পাদক জয়নাথ দেব। এসময় আরো উপস্থিত ছিলেন, ১নং লোগাং ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, ৩নং পানছড়ি সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ ওবাইদুর রহমান (আবাদ), ৫নং উল্টাছড়ি ইউপি আওয়ামীলীগের সভাপতি মো. আহির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হোসেনসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের শতশত নেতা-কর্মীগন।