সোমবার ● ২৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » যৌথবাহিনীর অভিযান কাউখালীতে ইউপিডিএফ নেতাসহ আটক-৪
যৌথবাহিনীর অভিযান কাউখালীতে ইউপিডিএফ নেতাসহ আটক-৪
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (১২ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪২মি.) রাঙামাটির পার্বত্য জেলার কাউখালী উপজেলা থেকে ২০১৪ ইং সালের বিষ্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ইউপিডিএফ নেতাসহ ৪জনকে আটক করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ নভেম্বর রবিবার রাত ১টায় কাউখালী সরকারী ডিগ্রি কলেজ এলাকায় একটি বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কাউখালী থানার ওসি মো. মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যৌথবাহিনীর হাতে আটককৃতরা হলো : উপজেলার বড় নাভাঙ্গা এলাকার যতিন চাকমার ছেলে সমরেশ চাকমা ওরফে সম্রাট (২৭), কলাবুনিয়া গ্রামের শশিভুষন চাকমার ছেলে ম্যানশন চাকমা (২২), ছোট নাভাঙ্গা গ্রামের জ্যোতির্ময় চাকমার ছেলে এডিশন চাকমা (১৮) ও পোড়াপাড়া এলাকার লক্ষীধন চাকমার ছেলে লিটন চাকমা (৩২)। এদের মধ্যে আটক লিটন চাকমা রাঙামাটির স্থানীয় এনজিও সংস্থা সিসিডিআর থেকে মোটা অংকের অর্থ আত্মসাৎ মামলায় বর্তমানে জামিনে রয়েছেন।
পুলিশ জানায়, ২০১৪ সালে রাঙামাটি কোতয়ালী থানার বিস্ফোরক মামলা নং (২৬৩/১৪)’র ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ও ইউপিডিএফ’র পরিচালক সমরেশ চাকমা (সম্রাট) নেতৃত্বে একটি গ্রুপ কাউখালী কলেজ এলাকায় একটি বাড়ীতে গোপন বৈঠক করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২৫ নভেম্বর রাত ১টায় যৌথবাহিনী কাউখালী সরকারী ডিগ্রি কলেজ এলাকার ঐ বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
ওসি মো. মনজুর আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আটককৃতদের মধ্যে সমরেশ চাকমা ওরফে সম্রাট চাকমা বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তবে বাকী ৩ জনের দলীয় পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। পুলিশের ধারনা তারাও ইউপিডিএফ’র কর্মী বা সমর্থক হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের কাউখালী থানা হেফাজতে রাখা হয়েছে।