সোমবার ● ২৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ব্লাস্ট এর উদ্যেগে র্কোট স্টাফদের সাথে মত বিনিময় সভা
রাঙামাটিতে ব্লাস্ট এর উদ্যেগে র্কোট স্টাফদের সাথে মত বিনিময় সভা
ষ্টাফ রিপোর্টার ::(১২ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৩মি.) সম্পূনর্ বিনামূল্যে আইন সহায়তাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাঙামাটি ইউনিট এর উদ্যেগে রাঙামাটি জজ কোটর্ স্টাফদের সাথে ব্লাস্টে’র কার্য্যক্রম বৃদ্ধির লক্ষ্যে কোটর্ স্টাফদের সাথে অাজ ২৬ নভেম্বর সোমবার এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতি করেন ব্লাস্ট, পরিচালনা কমিটির সহ-সভাপতি এডভোকেট রাজিব চাকমা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার যুগ্ম জেলা জজ মোহাম্মদ সাইফুল ইলাহী।
অনষ্ঠান সঞ্চালনা করেন ব্লাস্ট, রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান।
রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান অনুষ্ঠানের শুরুতে ব্লাস্টে’র কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করায় কোর্টের সকল স্টাফকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ব্লাস্টের বিনামূল্যে আইন সহায়তা বিষয়ক কার্যক্রম এর উপর বিশদ আলোচনা করেন । বক্তব্য রাখেন আদালত পরিদর্শক ইসরাফিল মজুমদার এবং যুগ্ম জেলা জজ মোহাম্মদ সাইফুল ইলাহী। সমাপনী বক্তব্য রাখেন ব্লাস্ট, পরিচালনা কমিটির সহ-সভাপতি এডভোকেট রাজিব চাকমা। সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ এবং ব্লাস্টে’র কার্য্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।