মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » হবিগঞ্জ-১ আসনে নৌকা প্রতীক নিয়ে ফিরলেন মিলাদ গাজী
হবিগঞ্জ-১ আসনে নৌকা প্রতীক নিয়ে ফিরলেন মিলাদ গাজী
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি :: (১৩ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩২মি.) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ১ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মন্ত্রী,আওয়ামীলীগগের বর্ষীয়ান নেতা প্রয়াত আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর পুত্র দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দেয়ার পর গতকাল মঙ্গলবার শাহ নেওয়াজ মিলাদ গাজী সড়ক পথে ঢাকা থেকে নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকায় আসেন। বিকেল ৪ টার মিলাদ গাজী নবীগঞ্জ উপজেলার বাহুবলের সীমান্তবর্তী পানিউমদা বাজারে এসে পৌছলে পূর্ব থেকে অপেক্ষমান দুই উপজেলার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নৌকা নৌকা শ্লোগানে পুরো এলাকা মুখোরিত হয়ে উঠে। পরে শত শত মটর সাইকেল বহর নিয়ে দেবপাড়া বাজারে গিয়ে পথসভায় মিলিত হন। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন। এ সময় শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী দশম সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। আমি আশাবাদী ছিলাম,প্রধানমন্ত্রী আমাকে মুল্যায়ন করবেন। তারই প্রতিফলন ঘটলো। নেত্রী আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীসহ মনোনয় বোর্ডেও সবার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে তিনি দলীয় নেতাকর্মীদের আহবান জানান। পাশিাপাশি নবীগঞ্জ-বাহুবলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন,সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা শাহ কয়েছ গাজী,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,সুন্দর আলী,আহমদ আজাদ,তৌফিক আহমদ,আব্দুল মুকিত,অনু আহমেদ,নুরুজ্জামান প্রমূখ। পরে তিনি সিলেট পৌছে তাহার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর কবর জেয়ারত করেন। এ সময় তিনি হযরত শাহজালাল (র:),হযরত শাহপরান (র:) মাজার জিয়ারত শেষে রাতেই নবীগঞ্জ ফিরে আসেন।