![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বুধবার ● ২৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে কাভার্ডভ্যানে চাপায় মোটর সাইকেল নিহত : আহত-৩
নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে কাভার্ডভ্যানে চাপায় মোটর সাইকেল নিহত : আহত-৩
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৮মি.)নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের বালিখাল নামক স্থানে আজ বুধবার দুপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বেপরোয়া কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী নবীগঞ্জের সাতাইহাল গ্রামের সাব্বির হোসেন (২০)নামের যুবকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু বরণ করেছে।
এ ঘটনায় অপর ৩ জন আহত হয়েছে। উত্তেজিত জনতা ঘাতক কাভারভ্যানটি আটক করেছে।তবে চালক পালিয়ে গেছে বলে জানাগেছে।