বুধবার ● ২৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় শেষ দিনে আ’লীগ ও বিএনপি প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র দাখিল
শৈলকুপায় শেষ দিনে আ’লীগ ও বিএনপি প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র দাখিল
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৩মি.) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-৮১ ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত দুই প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নি কর্মকর্তা মো. উসমান গনি এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের হাতে মনোনয়নপত্র দাখিল করা হয়। আজ বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন এ দুই প্রার্থী। আওয়ামীলীগের দলীয় প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আব্দুল হাই প্রথমে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর কিছুক্ষন পরেই বিএনপি’র দলীয় প্রার্থী কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড, আসাদুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উভয় দলের নেতৃবৃন্দ জড়ো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই সেখানে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমানের নেতৃত্বে ব্যাপক পুলিশ প্রহরা জোরদার করা হয়। মনোনয়নপত্র দাখিল শেষে উভয় দলের দুই প্রার্থী সৌজন্য সাক্ষাত করে উপজেলা পরিষদ ত্যাগ করেন। এদিকে, এ আসন থেকে বিএনপির মনোনিত আরো দুই প্রার্থী সাবেক এমপি আব্দুল ওহাব এবং জয়ন্ত কুমার কুন্ডু জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।