![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বুধবার ● ২৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-২ আসনে মহাজোট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মাহাবুব আরা বেগম গিনি
গাইবান্ধা-২ আসনে মহাজোট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মাহাবুব আরা বেগম গিনি
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৩মি.) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে হুইপ মাহাবুব আরা বেগম গিনি আজ বুধবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তার পক্ষে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে মনোনয়নপত্র জমাদান উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মনোনয়ন প্রার্থী জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, মাহবুব আলম কোট, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবি রাজীবসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে হাসান মাহমুদ সিদ্দিক, রণজিত বকসী সূর্য, মোশারফ হোসেন দুলাল, মোস্তাক আহমেদ রঞ্জু প্রমুখ।