বুধবার ● ২৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৫টি আসনে মোট ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
গাজীপুরে ৫টি আসনে মোট ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১০মি.) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ ২৮ নভেম্বর বুধবার পর্যন্ত গাজীপুরের ৫টি আসনে মোট ৪৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নির্বাচনে অংশ নিতে মোট ৬০টি মনোনয়নপত্র উত্তোলন করা হলেও জমা পড়ে ৪৯টি। অবশিষ্ট ১১টি মনোনয়নপত্র জমা পড়ে নি।
এর মধ্যে গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে ১৪জন, গাজীপুর-২ (সদর ও টঙ্গী) আসনে ৯জন, গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে ১০জন, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ৯জন, গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে ৭ জন।
প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৬জন, বিএনপির ৭জন, জাকের পার্টির ৩জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৩জন রয়েছে।
গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে মনোনয়নপত্র জমা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগের আ ক ম মোজাম্মেল হক ও মোঃ কামাল উদ্দিন সিকদার, বিএনপির চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকী এবং তার ছেলে চৌধুরি ইশরাক আহমদ সিদ্দিকী, ইসলামিক আন্দোলন বাংলাদেশের আবুল বাশার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আব্দুল মজিদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আরিফুল ইসলাম, গণফ্রন্টের আতিক মাহমুদ, তরিকত ফেডারেশনের মোঃ হাসান উদ্দিন, বাসদের মোহাম্মদ রাহাত আহম্মেদ, জাতীয় পার্টির মোঃ শরীফুল ইসলাম, গণফোরামের মোঃ রফিকুল ইসলাম, মুসলিম লীগের মোঃ হুমায়ুন কবির, কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ আলী হোসেন মন্ডল। তিনজন মনোনয়নপত্র দাখিল করেননি। তারা হলেন বিএনপির ছাইয়েদুল আলম বাবুল, মোঃ মুজিবুর রহমান ও মোহাম্মদ হেলালুদ্দিন তাদের মনোনয়নপত্র জমা দেননি।
গাজীপুর-২ আসনে (সদর ও টঙ্গী) আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল এমপি, বিএনপি’র এম মঞ্জুরুল করিম রনি ও মোঃ সালাহ উদ্দিন সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ জিয়াউল কবীর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মোঃ আবদুল কাইয়ুম, বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নান নূর, ইসলামিক আন্দোলন বাংলাদেশের মোঃ হারুন অর রশীদ, জাতীয় পার্টির মোঃ মাহবুব আলম, একই দলের মোঃ জয়নাল আবেদীন। পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। মনোনয়নপত্র যারা জমা দেননি তারা হলেন- বিএনপি’র হাসান উদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও মোঃ সোহরাব উদ্দিন, জাতীয় পার্টি থেকে এমএম নিয়াজ উদ্দিন এবং গণ ফোরামের মোঃ রফিকুল ইসলাম।
গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, বিএনপির এস এম রফিকুল ইসলাম, জাকের পার্টির নাসির উদ্দিন, ইসলামিক আন্দোলন বাংলাদেশের রহমত উল্লাহ, বাংলাদেশ তরীকত ফেডারেশনের রফিকুল ইসলাম, জাসদের মোঃ জহিরুল হক মন্ডল বাচ্চু, জাতীয় পার্টির আফতাব উদ্দিন আহমেদ, বাসদের এস এম মফিজ উদ্দিন আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের সাংবাদিক ইকবাল সিদ্দিকী ও মোঃ আঃ রহমান। বিএনপির সাখাওয়াত হোসেন সবুজ মনোনয়নপত্র জমা দেননি।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি এমপি, বিএনপির শাহ রিয়াজুল হান্নান, জাকের পার্টির জুয়েল কবির, জাতীয় পার্টির মোঃ মোশারফ হোসেন, ইসলামিক আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম সরকার, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ সারোয়ার-ই-কায়নাত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মানবেন্দ্র দেব, জাতীয় সমাজতান্ত্রিক দলের মোঃ নাজিম উদ্দিন শেখ, স্বতন্ত্র মনির হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নয়জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। নয়জন প্রার্থীই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি, বিএনপির এ কে এম ফজলুল হক মিলন, জাকের পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির রাহেলা পারভীন শিশির, ইসলামিক আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আল আমিন দেওয়ান ও স্বতন্ত্র মোঃ আবু আশরাফ ভূইয়া মনোনয়ণপত্র জমা দেন।দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি। তারা হলেন-জাকের পার্টির এ.এন.এম. মনিরুজ্জামান ও বিএনপির শম্পা হক।