বুধবার ● ২৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি যুব রেড ক্রিসেন্ট ও বাঘাইছড়ি ইউএনও কারণে বাল্য বিয়ে বন্ধ
রাঙামাটি যুব রেড ক্রিসেন্ট ও বাঘাইছড়ি ইউএনও কারণে বাল্য বিয়ে বন্ধ
বাঘাইছড়ি প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৮মি.) বাঘাইছড়ি উপজেলায় কাচালং সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের এক ছাত্রীকে তার পরিবার থেকে জোর পূর্বক প্রবাসী পাত্রের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। মেয়েটি তার বিয়ের বিষয় যুব রেড ক্রিসেন্ট, বাঘাইছড়ি উপজেলা ইউনিটের এক সদস্যকে জানালে সদস্য বিষয়টি যুব রেড ক্রিসেন্ট, রাঙামাটি জেলা ইউনিট এর সাথে অালোচনা করে। রাঙামাটি জেলা ইউনিটের যুব প্রধান রানা দে সে বিষয়ে জেলা ইউনিটের সা:সম্পাদক সাথে আলোচনা করার পর বিষয়টি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো.নাদিম সারোয়ারকে জানান। উপজেলা নির্বাহী অফিসার মো.নাদিম সারোয়ার বিষয়টি জানার সাথে সাথে মেয়েটির পরিবারে গিয়ে অালোচনা করে বাল্য বিবাহের ঝুঁকি এবং আইনত দন্ডনীয় অপরাধ সম্পর্কে ধারণা দেন। মেয়েটির পরিবার তাদের ভুল বুঝতে পারে এবং মেয়েটির ১৮ বছর পূরণ হওয়ার আগ মূহুর্ত পর্যন্ত বিয়ে দিবে না বলে অঙ্গীকারবদ্ধ হন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো.নাদিম সারোয়ার সিএইচটি মিডিয়ার প্রতিনিধিকে মুঠোফোনে বিষয়টির সত্যতা প্রকাশ করেছেন।