বৃহস্পতিবার ● ২৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার ৫টি আসনে মনোনয়ন জমা ৬৪ প্রার্থীর
গাইবান্ধার ৫টি আসনে মনোনয়ন জমা ৬৪ প্রার্থীর
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (১৫ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৯মি.) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গতকাল বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়সহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৬৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ৩জন জমা দিয়েছেন আরও একটি করে মনোনয়নপত্র। ফলে মনোনয়ন জমা পড়েছে মোট ৬৭টি।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাত দেড়টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সেবাষ্টিন রেমা স্বাক্ষরিত একটি তালিকা থেকে এই তথ্য জানা গেছে।
গাইবান্ধার ৫টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন-
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন। এই আসনে আ.লীগ কোন প্রার্থী না দিলেও সুন্দরগঞ্জ উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আফরুজা বারী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। আর জামায়াত নেতা ও সম্প্রতি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা মাজেদুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট জাপা থেকে একক প্রার্থী হিসেবে বর্তমান সাংসদ শামীম হায়দার পাটোয়ারী। এবং অন্যান্যরা হলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের হাফিজুর রহমান সদ্দার, জেএসডির আব্দুর রাজ্জাক সরকার, গণতন্ত্রী পার্টির আবুল বাশার মো. শরিতুল্লাহ, বাংলাদেশ মুসলিম লীগের গোলাম আহসান হাবীব মাসুদ, বাসদের গোলাম রব্বানী শাহ, গণফ্রন্টের শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফুল ইসলাম খন্দকার, কৃষক শ্রমিক জনতা লীগের মহসীন আলী, স্বতন্ত্র হিসেবে জয়নাল আবেদীন সাদা, কর্নেল (অবঃ) ডা. আবদুল কাদের খান, আবদুর রহমান, এমদাদুল হক ও এ বি এম মিজানুর রহমান।
গাইবান্ধা-২ (সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন। এই আসনে মহাজোটের প্রার্থী হিসেবে আ.লীগের বর্তমান সাংসদ মাহাবুব আরা বেগম গিনি। এছাড়া সম্প্রতি জাপা থেকে বিএনপিতে যোগ দেওয়া জেলা জাপার সাবেক সভাপতি আবদুর রশিদ সরকার। এখানে জামায়াত কোন প্রার্থী দেয়নি। অন্যান্যরা হলেন বিএনপি থেকে খন্দকার আহাদ আহমেদ ও মাহামুদ্দুন নবী টিটুল, ইসলামী ঐক্যজোটের মাওলানা যুবায়ের আহমদ, সিপিবির মিহির কুমার ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন, এনপিপির জিয়া জামান খান, স্বতন্ত্র হিসেবে এ কে এম রেজাউল কবীর, মকদুবর রহমান ও ওয়াহিদ মুরাদ দাখিল করেছেন।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করা ১৫ জনের মধ্যে মহাজোটের রয়েছেন আ. লীগের ডা. ইউনুস আলী সরকার, জাপার দিলারা খন্দকার ও মনজুরুল হক এবং জাসদের খাদেমুল ইসলাম খুদি। এদিকে জাতীয় পার্টির ছয়বারের সাবেক সাংসদ ড.টি আই এম ফজলে রাব্বী চৌধুরী। এই আসনে বিএনপির প্রার্থীরা হলেন রফিকুল ইসলাম, রওশন আরা খাতুন ও অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ দেওয়ান, বাসদের সাদেকুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের মোস্তফা মনিরুজ্জামান, এনপিপির মিজানুর রহমান তিতুসহ স্বতন্ত্র হিসেবে আমিনুল ইসলাম, আবু জাফর মো. জাহিদ ও তৌফিকুল আমিন মন্ডল।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন। তাদের মধ্যে বর্তমান সাংসদ আবুল কালাম আজাদের পরিবর্তে এবার আ.লীগের মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সাংসদ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীকে। এই আসনেও মহাজোটের জাপার প্রার্থী কাজী মো. মশিউর রহমান যেমন আছেন তেমনি বিএনপির ওবায়দুল হক সরকার, ফারুক কবির আহমদ, মোহাম্মদ শামীম কায়সার ও এ কে এম আমিনুল ইসলামের পাশাপাশি স্বতন্ত্র হিসেবে জেলা জামায়াতের আমীর আবদুর রহিম সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির ছামিউল আলম, এনপিপির খন্দকার মো. রাশেদ, জাকের পার্টির আবুল কালাম, গণফোরামের আবদুর রউফ আকন্দ, মুসলিম লীগের সানোয়ার হোসেন।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করা ৯ জন প্রার্থীর মধ্যেও রয়েছে মহাজোটের প্রার্থী আ.লীগ থেকে রয়েছেন বর্তমান সাংসদ ফজলে রাব্বী মিয়া। ও জাপা থেকে সম্প্রতী উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দেওয়া এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। এই আসনে বিএনপি থেকে রয়েছেন শাহ মো. আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ আলী, নাজেমুল ইসলাম প্রধান ও ফারুক আলম সরকার, সিপিবির শ্রী যজ্ঞেশ্বর বর্মন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রাজ্জাক মন্ডল এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আমিনুল ইসলাম গোলাপ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপুর্ণভাবে মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ করা হবে ১০ ডিসেম্বর। আর ৩০ ডিসেম্বরের নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে ৬০৫ টি ভোটকেন্দ্রের তিন হাজার ৫০২টি বুথে ১৭ লাখ ৮৪ হাজার ৫৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।