শুক্রবার ● ৩০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » এমপি এহিয়া চৌধুরীকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিলেন নিজ দলের নেতারা
এমপি এহিয়া চৌধুরীকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিলেন নিজ দলের নেতারা
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৬ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মি.) বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ব্যানারে এক জরুরীর সভা আজ শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হাজী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সিলেট জেলা শ্রমিক পার্টির সাবেক যুগ্ম-আহবায়ক এস এম রকিবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ইলিয়াস আলী, জেলা জাতীয় পার্টির সদস্য ও বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ রব, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদিন, উপজেলা জাতীয় পার্টির সদস্য আলম খান, উপজেলার দশঘর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী তোতা মিয়া, সাবেক যুগ্ম-আহবায়ক আফজল মিয়া, দৌলতপুর ইউনিয়ন জাপার সাবেক সভাপতি ইব্রাহিম আলী, রামপাশা ইউনিয়ন জাপার সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন, জেলা সেচ্ছাসেবক পার্টির সদস্য শাহ আলা উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি আবদুল মতিন, উপজেলা শ্রমিক পার্টির আহবায়ক জমির আলী।
এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা জুনাব আলী, আওলাদ আলী, দুদু মিয়া, আবারক আলী, সুমন নূর, ফয়জুল, ইমাদ আলী, আকবর আলী, আবদুল্লাহ, রুহুল আমিন, রুজন মিয়া, আফিজ আলী, মছন আলী, নেছার মিয়া, আহাদ মিয়া, গয়াছ আলী, তাহির আলী, সাইদুল, রুপালী, ফয়জুল, জাহির আলী, মোশাহিদ আলী ইছরাব আলী, তালেব আলী, রফিক, সিরাজ আলী, সিদ্দেক আলী, কয়েছ আলী, রাজন আলী, জুনু মিয়া, আমির আলী, হুশিয়ার আলী, ইসলাম আলী, সুন্দর আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বিশ্বনাথে জাতীয়পার্টি ও অঙ্গ সংগঠন এখন অনেক বেশী শক্তিশালী ও সুসংগঠিত। এ উপজেলায় জাতীয়পার্টির নিবেদিত প্রাণ নেতাকর্মীরা দলটির চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের হাতকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে মাঠেঘাটে কাজ করে যাচ্ছেন।
বক্তারা বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি এহিয়া চৌধুরী আবার মহাজোটের প্রার্থী মনোনীত হয়েছেন। কিন্তু তিনি মনোনয়নপত্র দাখিলকালে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করেননি। আগামী ৭২ঘন্টার ভিতরে এমপি এহিয়া চৌধুরী যদি উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ না করেন, তাহলে ভিন্ন পথ অবলম্বন করতে জাতীয় পার্টি বাধ্য হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।