বুধবার ● ৩০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের শ্রীপুরে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত
গাজীপুরের শ্রীপুরে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে একটি ভোটকেন্দ্রে ব্যালটের মুড়িতে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরবিহীন ৪৫টি ভোট বাতিল করেছে গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট৷ অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে পৌর নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম (ব্রিজ)কে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগ সমর্থিত অপর কাউন্সিলর সমর্থকেরা৷
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনজানান, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী শহীদুল্লাহ্ শহিদ (ধানের শীষ) অভিযোগ করেন মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-২ (মুক্তিযোদ্ধা একাডেমিক ভবন নীচতলা কেওয়া পশ্চিম খন্ড) কেন্দ্রে জাল ভোট দেয়া হচ্ছে৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কেন্দ্রে ব্যালট পেপারের মুড়ি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় (৪৭৯৫৫ নং থেকে ৪৮০০০ নং) ৪৫টি ব্যালট পেপারের মুড়ির অংশে পোলিং অফিসারের স্বাক্ষর নেই৷ ভোটারদেরও সই বা টিপসই ছিল না৷ ফলে ব্যালট বাক্সে ভেতর ফেলা হলেও ওই ৪৫টি ব্যালট তথা ভোট গণনার সময় বাতিল বলে গণ্য হবে৷ ভোটগুলো গণনার আওতায় আনা হবে না৷
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খালেকুজ্জামান জানান, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ভূলের কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন৷ ভোটগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাতিল করা হয়েছে৷ তবে কীভাবে ঘটনাটি ঘটলো সে ব্যাপারে তিনি কিছু বলেননি৷
অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে পৌর নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরম্নল ইসলাম (ব্রিজ)কে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগ সমর্থিত অপর কাউন্সিলর সমর্থকেরা৷
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম (ব্রিজ) জানান, দুপুরে জাল ভোট দেয়ার সংবাদে কেন্দ্রের ভেতর প্রবেশ করতে চাইলে এসময় আওয়ামী লীগ কাউন্সিলর প্রার্থীর লোকজন তাকে মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেন৷ এনিয়ে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে৷ সংবাদ শুনে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে৷