রবিবার ● ২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজশাহী » ব্যারিস্টার আমিনুলের মনোনয়নপত্র বাতিল
ব্যারিস্টার আমিনুলের মনোনয়নপত্র বাতিল
রাজশাহী প্রতিনিধি :: তথ্য গোপন করায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুলের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার। আজ রবিবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়াও এ আসনের আরো সাতজনের প্রার্থীতা বাতিল করে রিটানিং অফিসার বলে জানা গেছে। রাজশাহী জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এসএম আব্দুল কাদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন। সকালে প্রথমে রাজশাহী-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটানিং অফিসার।
জানা গেছে, রাজশাহী-১ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী এমপি, বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক, তার স্ত্রী আভা হক ও শাহাদাত হোসেন, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান, বাসদের আলফাজ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন বিশ^াস, সাইদুর রহমান, শহিদুল কবির শিবলী ও সুজা উদ্দিন।
এদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী এমপি, বিএনপির বিকল্প প্রার্থী ব্যারিস্টার আমিনুল হকের স্ত্রী আভা হক, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের আব্দুল মান্নানের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়।
এদের মধ্যে আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে মনোনয়নপত্র বহাল রইলো চারজনের। তবে প্রার্থীতা বাতিল হলেও এ নিয়ে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন প্রার্থীরা।