![রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার ঢাকায় গ্রেফতার](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/4869-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তি পালিত
বান্দরবানে শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তি পালিত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে নানা আয়োজনে মধ্যদিয়ে শান্তি চুক্তির ২১তম বর্ষপুর্তি পালিত হয়েছে। আজ রবিবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন চত্ত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। পরে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্টি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করে। র্যালীটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজার মাঠে গিয়ে শেষ হয়।
এদিকে শান্তি চুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে সেনাবাহিনীর উদ্যোগে গরীব অসহায় মানুষদের বিনামুল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন। পরে জেলা পরিষদ চেয়ারম্যান সেনা রিজিয়নের উদ্যোগে জেলা সদরের সহ¯্রাধিক গরীব দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র এবং বিশটি বিদ্যালয়ের ২শ ছাত্র-ছাত্রীকে শিক্ষা সামগ্রি বিতরণ করেন। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান সেনাবাহিনীর সদর ভারপ্রাপ্ত জোন কমান্ডার লে: কর্ণেল এসএম আব্দুল্লাহ আল আমিন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদ নিবার্হী অফিসার নুরুল আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আবুল কালাম, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা সিভিল সার্জন অংসুই প্রু প্রমুখ ।