রবিবার ● ২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » রাউজান-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
রাউজান-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের রাউজান-৬ আসন থেকে বর্তমান আ’.লীগের সাংসদসদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি প্রার্থী হিসেবে অংশ নেবেন। আজ রবিবার যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এ সময় বাতিল করা হয় বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের এর ছেলে সামির কাদের চৌধুরীর মনোনয়নপত্র।
এদিকে সামির কাদের চৌধুরীর মনোনয়নপত্রটি রিটানিং অফিসার ও জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন, তার মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন।
সূত্রে জানাযায়, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ছেলে, সামির কাদের চৌধুরী হলাফনামায় ৯৯’ই কোটি টাকা ব্যাংক ঋনের তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র টি বাতিল করা হয়েছে।
এদিকে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের শেষে তার সব কিছু সঠিক আছে বলে জানান রিটানিং অফিসার। ফজলে করিম চৌধুরীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনার খবর রাউজানে ছড়িয়ে পড়লে সাধারণ ভোটার দের মধ্যে উৎসবের অামেজ সৃষ্টি হয়। অপরদিকে খবর পাওয়া গেছে, বিএনপির অন্য প্রার্থী মনোনয়ন জমা দেওয়া পর রবিবার তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন জেলা রিটানিং অফিসার, বিএনপির মনোনয়নপত্র বৈধ প্রার্থী সেই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার।