বুধবার ● ৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চুক্তির ২১ বছর উপলক্ষে ছোটহরিণায় ভলিবল প্রতিযোগীতা মেডিক্যাল ক্যাম্পেইন ও চলচিত্র প্রদর্শনী
পার্বত্য চুক্তির ২১ বছর উপলক্ষে ছোটহরিণায় ভলিবল প্রতিযোগীতা মেডিক্যাল ক্যাম্পেইন ও চলচিত্র প্রদর্শনী
বরকল প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ২১ বছর পূর্তি উপলক্ষে ছোটহরিণা জোন (১২ বিজিবি) এর ব্যবস্থাপনায় প্রীতি ভলিবল প্রতিযোগীতা ও মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্টিত হয়।
ভলিবল খেলা উদ্বোধণ করেন ছোটহরিণা জোন এর উপ-অধিনায়ক মেজর মো. এএসএম কামরুজ্জামান, পিবিজিএম এবং স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করেন ছোটহরিণা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. এহসানুল হক।
৩ ডিসেম্বর স্থানীয় পাহাড়ী-বাঙ্গালী ও বিজিবি’র সমন্বয়ে তিনটি দলে বিভক্ত হয়ে প্রীতি ভলিবল প্রতিযোগীতা অনুষ্টিত হয়। খেলায় বিজিবি এবং ভূষণছড়া ক্লাবের মাঝে ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
খেলায় বিজিবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ছোটহরিণা জোন এর পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ৮,০০০/- টাকা ও রানার আপ দলকে ৬,০০০/- টাকা এবং তৃতীয় দলকে সান্তনা পুরস্কার হিসাবে ৪,০০০/- টাকা প্রদান করেন ছোটহরিণা জোন এর উপ-অধিনায়ক মেজর মো. এএসএম কামরুজ্জামান, পিবিজিএম।
৪ ডিসেম্বর ২০১৮ তারিখে শান্তি চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে জুনোপ্রহর বিদ্যালয়ের খেলার মাঠে মেডিক্যাল ক্যাম্পেইন এর মাধ্যমে ৮৬ জন নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। আগত রোগীদের মধ্যে ৫৮ জন পাহাড়ী ও ২৮ জন বাঙ্গালী।
চিকিৎসা সেবা নিতে আসা উরুশ চাকমা বলেন বিজিবি মেডিক্যাল ক্যাম্পেইন এর মাধ্যমে আমরা যে চিকিৎসা সেবা পাচ্ছি তা অত্যন্ত প্রশংসনীয়।
এছাড়া ছোটহরিণা জোন (১২ বিজিবি) ক্যান্টিনের সামনে প্রজেক্টরের মাধ্যমে দেশ প্রেমে উদ্বুদ্ধ করন চলচিত্র প্রদর্শনী করা হয়।
এ ব্যাপারে ছোটহরিণা জোন এর জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. আতিক চৌধুরী, বিএসপি পরিচালক (১২ বিজিবি) বলেন আসা করি ২১ তম শান্তি চুক্তি দিবস উপলক্ষে পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে শান্তি সম্প্রীতি উন্নায়ন অব্যহত থাকবে।