শুক্রবার ● ৭ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শ্রমিকের মৃত্যু
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শ্রমিকের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের কালাঘাটা পুরাতন ব্রিকফিল্ড এলাকয় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মো. কামাল মিয়া (৩৫) নামে একজন বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন। নিহত মো. কামাল মিয়া হবিগঞ্জের মৃত আক্কাস মিয়ার ছেলে বলে জাগেছে। শুক্রবার সাড়ে ১২টার সময় কালাঘাটা পুরাতন ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আক্কাস মিয়ার ছেলে লিটন, মর্তুজা আলীর ছেলে মিজানুর রহমান ও মৃত ইসা মিয়ার ছেলে মো. ফারুক। তারা সবাই হবিগঞ্জের বাসিন্দা।
স্থানীয়রা জানান, কালাঘাটা ৩নং ওয়াডের নতুন ব্রিজ সংলগ্ন ব্রিকফিল্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় পাশের সংযোগ চালু থাকা অপর একটি তারের সঙ্গে নতুন তারটি ধাক্কা খালে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মো. কামাল মিয়া নিহত এবং তিনজন আহত হয়েছে। পরে সবাইকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা ঠিকাদার মো. ইসমাইল ঠিকাদারের অধীনে বিদ্যুৎ বিভাগের নতুন লাইন সংযোগের কাজ করছিলেন।
বান্দরবান সদর হাসপাতালের ডা. সামিরা জামান জানান, ‘হাসপাতালে আনার আগেই মো. কামাল মিয়ার মৃত্যু হয়েছে।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি