শুক্রবার ● ৭ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » ডাকাত নিধনে গ্রামবাসির পাহারা শুরু
ডাকাত নিধনে গ্রামবাসির পাহারা শুরু
বিশ্বনাথ প্রতিনিধি :: চুরি ও ডাকাতি নিধনে গ্রামে পাহারা শুরু করেছেন বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামবাসি। বৃহস্পতিবার রাত থেকে গ্রামে পাহারা শুরু করেছেন বলে স্থানীয় কমিটি সূত্রে জানাগেছে। পালাবদলে প্রতিদিন ওই গ্রামে পাহারা অব্যাহত থাকবে। চলবে পুরো শীত মৌসুম। রাতে গ্রামের পাহারাকে একটি মহৎ ও ভাল কাজ বলে মন্তব্য করেছেন গ্রামবাসি।
বিশ্বনাথ থানার এসআই লিঠন রায়ের সহযোগিতায় বিশেষ করে যুবসমাজের নেতৃবৃন্দ এগিয়ে এসেছেন রাতের পাহারায়। যুবসমাজ নিজের গ্রামকে চুর ও ডাকাত মুক্ত রাখতে রাতে পাহারা দিতে আগ্রহী। চুরি ও ডাকাতিরোধে গ্রাম ও নিজ নিজ পরিবারকে বাচিয়ে রাখতে রাতের পাহারার কোন বিকল্প নেই বলে প্রতিরাতে গ্রামে পাহারা দিবেন তারা।
এব্যাপারে পশ্চিম শ্বাসরাম গ্রামের সন্তান, চুরি ও ডাকাতি নিধন কমিটির সভাপতি মো. কছির আলী বলেন, আমরা ইতিমধ্যে আমাদের গ্রামে চুরি ও ডাকাতি নিধনে পাহারা শুরু করেছি। পাহারা দিতে সবাই আগ্রহী। তিনি বলেন, এ ব্যাপারে বিশ্বনাথ থানা পুলিশ আমাদেরকে যতেষ্ঠ সহযোগিতা করে যাচ্ছে। আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ।
চুরি ও ডাকাতি নিধন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, গ্রামে পাহারা দেয়ার জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। কমিটির প্রত্যেক সদস্য প্রতিরাতে পাহারা দিবেন। রাতের পাহারার জন্য আমাদের থানা পুলিশ সব সময় সহযোগিতা করে যাচ্ছে।
বিশ্বনাথ থানার এসআই লিটন রায় বলেন, অফিসার ইন-চার্জ এর নির্দেশে পশ্চিম শ্বাসরাম গ্রামে চুরি ও ডাকাতি নিধনে রাতে পাহারা চলছে। ওই গ্রামের সবাই পুলিশকে সহযোগিতা করছে এবং নিজ গ্রামকে চুরি ও ডাকাতি থেকে মুক্ত রাখতে সবাই ঐক্যবদ্ধ। তিনি উপজেলার সবকটি গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, নিজেদের জান ও মাল রক্ষায় পশ্চিম শ্বাসরাম গ্রামবাসি রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে এটা সত্যিকার অর্থে একটি ভাল কাজ। আমার পক্ষে যতটুকু সহযোগিতা করার আমি তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। তিনি বলেন, যে কোন প্রয়োজনে আমাকে ফোন করলে আমি সাথে সাথে ব্যবস্থা নিব।