শনিবার ● ৮ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » বিজয়ের মাসেই সংস্কার হয় শহীদ মিনার ও গণ কবর
বিজয়ের মাসেই সংস্কার হয় শহীদ মিনার ও গণ কবর
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোয়ালেরঘাট গণ কবর ও কেন্দ্রীয় শহীদ মিনারের চলছে সংস্কার ও মেরামতের কাজ। বিজয়ে দিবস বাকি আছে আর মাত্র ৮দিন। অথচ এখনো কাজ অনেক বাকি। নতুন প্রজন্মকে স্বাধীনতার স্মৃতি জানিয়ে দেওয়া এবং স্মরণ করে রাখার মতো একমাত্র মাধ্যম হচ্ছে শহীদ মিনার, গণ কবর ও স্মৃতিসৌধ। শুধু মাত্র বিজয়ের মাস আসলেই মনে পড়ে শহীদ মিনার, গণ কবর ও স্মৃতিসৌধ। আর তখনেই সংস্কার, মেরামত ও পরিচর্যা করা হয় ওই সব গৌরবান্বিত স্মৃতিকে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু বলেন, জাতি আমাদেরকে স্মরণ রাখলেও যারা শহীদ হয়েছেন তাদের পরিবার পরিজন এবং তাদের স্মৃতিসৌধের প্রতি অনেকটা অবহেলা রয়েছে। বিশেষ করে সুন্দরগঞ্জ উপজেলার গোয়ালঘাট গণ কবরের শায়িত রয়েছে হাজারো শ্রেষ্ঠ সন্তানের মরা দেহ। দুঃখের বিষয় সেই গণ কবরটি এখন সুরক্ষিত করা হয়নি। সবেমাত্র কাজ শুরু হয়েছে। গণ কবরের পাশ দিয়ে চলে গেছে তিস্তা নদী। যে কোন সময় ধসে যেতে পারে গণ কবরটি। তাই গণ কবরটি সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি বীরমুক্তিযোদ্ধাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বেশিভাগ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো নেই শহীদ মিনার। জাতীয় দিবস আসলে ভ্রাম্যমান উপায়ে নির্মাণ করা হয় শহীদ মিনার।
উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী জানান, গণ কবর মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিজয় দিবসের আগেই কাজ সম্পন্ন করা হবে।