রবিবার ● ৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি-২৯৯ আসনে প্রত্যাহার ৪: বিপ্লবী জুঁই চাকমাসহ চূড়ান্ত প্রতিদ্বন্দিতায়-৬
রাঙামাটি-২৯৯ আসনে প্রত্যাহার ৪: বিপ্লবী জুঁই চাকমাসহ চূড়ান্ত প্রতিদ্বন্দিতায়-৬
ষ্টাফ রিপোর্টার :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে ৪ প্রার্থী তাদের দাখিলকৃত মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। আজ ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিনে বিএনপি’র দীপেন দেওয়ান, ইউপিডিএফ-প্রসিত গ্রুপের সচিব চাকমা ও শান্তিদেব চাকমা (স্বতন্ত্র) ও পিসিজেএসএস-সন্তু গ্রুপের শরৎজ্যোতি চাকমা (স্বতন্ত্র) মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ। ২৮ নভেম্বর পর্যন্ত রাঙামাটি-২৯৯ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গত ২ ডিসেম্বর যাচাই বাছাইয়ের ধার্য্যদিনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হলে ১০ জন প্রার্থীর মধ্যে আজ প্রত্যাহারের শেষ দিনে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। ফলে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে প্রতিদ্বন্দিতা করবেন ৬ প্রার্থী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, ইসলামিক আন্দোলনের মো. জসিম উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগের দিপঙ্কর তালুকদার, জাতীয় পার্টি (এরশাদ) একেএম পারভেজ তালুকদার, বিএনপির মনিস্বপন দেওয়ান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস সন্তু গ্রুপ) সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী বর্তমান এমপি উষাতন তালুকদার।