মঙ্গলবার ● ১১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি-২৯৯ আসনে প্রতীক বরাদ্দ পেলেন এমপি প্রার্থীরা
রাঙামাটি-২৯৯ আসনে প্রতীক বরাদ্দ পেলেন এমপি প্রার্থীরা
ষ্টাফ রিপোর্টার :: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সোমবার ১০ ডিসেম্বর রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙামাটি-২৯৯ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি,আওয়ামীলীগ,বিএনপি,ইসলামিক আন্দোলন ও পিসিজেএসএস-সন্তু গ্রুপের-স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকরা।
উল্লেখ্য রাঙামাটি-২৯৯ আসনে এবার তিনজন প্রার্থী টিকে রয়েছে। তারা হলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটির কোদাল প্রতীক নিয়ে একমাত্র নারী প্রার্থী জুঁই চাকমা,আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে দিপঙ্কর তালুকদার, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মনি স্বপন দেওয়ান, ইসলামিক আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে মো. জসিম উদ্দিন, জাতীয় পার্টি (এরশাদ) লাঙ্গল প্রতীক নিয়ে একেএম পারভেজ তালুকদার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,সন্তু গ্রুপের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ঊষাতন তালুকদার সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।
রাঙামাটি জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানান, রাঙামাটি জেলার ১০টি উপজেলায় ২০৩টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে ২০৩ জন প্রিজাইডিং অফিসার ছাড়াও সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার থাকবেন। একই সাথে জেলার দূর্গম পাহাড়ি অঞ্চলে ২১টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনী ুকর্মকর্তাদের নেয়ার জন্য নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে।