মঙ্গলবার ● ১১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান ৩০০নং আসনে প্রতীক বরাদ্দ পেলেন এমপি প্রার্থীরা
বান্দরবান ৩০০নং আসনে প্রতীক বরাদ্দ পেলেন এমপি প্রার্থীরা
বান্দরবান প্রতিনিধি :: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। (সোমবার ১০ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেনসহ আওয়ামীলীগ ও বিএনপির এবং ইসলামী আন্দোলনের প্রার্থী ও সমর্থকরা।
উল্লেখ্য, বান্দরবান ৩০০ নং আসনে এবার তিনজন প্রার্থী টিকে রয়েছে। তারা হলেন আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে বীর বাহাদুর উশৈসিং, বিএনপির ধানের শীষ প্রতীকে সাচিং প্রু জেরী এবং ইসলামী আন্দোলনের শওকতুল ইসলাম হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, বান্দরবান জেলার ৭টি উপজেলায় ১৭৬টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে ১৭৬ জন প্রিজাইডিং অফিসার ছাড়াও ৬০৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১২১০ জন পোলিং অফিসার থাকবেন। একই সাথে জেলার দূর্গম ১৪টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের নেয়ার জন্য নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে।