মঙ্গলবার ● ১১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বিএনপি প্রার্থী সাচিং প্রুর সাংবাদিকদের সাথে মত বিনিময়
বান্দরবানে বিএনপি প্রার্থী সাচিং প্রুর সাংবাদিকদের সাথে মত বিনিময়
বান্দরবান প্রতিনিধি :: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে সাচিং প্রু জেরীর বাসভবনের দরবার হলে এই মত বিনিময় সভা করেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির নেতা, অধ্যাপক ওসমান গনি, সদ্য বিএনপিতে যোগদান করা রাজ পুত্র নুশৈ প্রু, সাবেক জেলা পরিষদের সদস্য লুসাইমং, বিএনপি নেতা মুজিবুর রহমান, উম্মে কুলছুম সুলতানা লীনা, জাহাঙ্গীরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে সাচিং প্রু জেরী বলেন, আমরা ইতি মধ্যে নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধারেখে বান্দরবান ৩০০ নং আসনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারনা শুরু করেছি। নির্বচনে বিএনপি ক্ষমতা আসলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আত্ম কর্মসংস্থানের উপর জোর দেয়া হবে। জেরী আরো বলেন, আমি প্রথম যখন স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই তখন পাহাড়ি বাঙ্গালি মিলে প্রায় ছয়শ জনকে সরকারী চাকুরী ব্যবস্থা করে দিয়েছি ও বান্দরবানের শান্তি সম্প্রীতি বজায় রেখেছি। বিএনপি সরকার ক্ষমতা না আসায় এবং বান্দরবান জেলা বিএপিতে নিজেদের মধ্যে দলিয় কোন্দলের কারণে নির্বাচনে জয়ী হতে না পারায় বান্দরবানে উন্নয়নের জোয়ার ধরে রাখা সম্ভব হয়নি। বর্তমানে বান্দরবানে চলমান যে উন্নয়ন কাজ চলছে, সে কাজগুলো সংযোজন করা হবে। চলমান উন্নয়নের কাজগুলো বাজায় রেখে বান্দরবানকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে সভায় বান্দরবানে কর্মরত সাংবাদিকদের এইসব কথা জানান।