শুক্রবার ● ১৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের সংবাদ
শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের সংবাদ
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৮ পালন করা হয়। জেলা প্রশাসন গাইবান্ধা পৌরসভার সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০ টায় জেলা কালেক্টর বিল্ডিংয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবিএম সাদিকুর রহমানের নেতৃত্বে জেলার মুক্তিযুদ্ধের সমাধিতে পুস্প্যস্তবক অর্পণ করে জেলা পুলিশ, সিভিল সার্জন অফিস, গাইবান্ধা পৌরসভা, জেলা হাসপাতাল, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি বালিক উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিএডিসি, মুক্তিযোদ্ধা সংসদ। জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এবিএম সাদিকুর রহমান প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গোহরি, সিভিল সার্জন ডা.আবদুস শাকুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একেএম রুহুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহমুদুল হক শাজাদা ও সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদোক প্রমূখ।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে দেশ গড়ার মানসিকতার নিয়ে এগিয়ে আসাতে হবে।
অনুষ্ঠানে গাইবান্ধা শিশু একাডেমী প্রতিযোগিতার আয়োজন করে। পরে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্বনাথে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন, আলোকচিত্র, চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ, উপজেলা কৃষি অফিসার রমজান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্তকর্তা মাহবুব আলম সরকার, একাডেমী সুপার বাইজার ফজলুল হক,পল্লী উনয়ন সহকারী মোহাম্মদ আব্দুল মুমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সিও সাদেক আলী, বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ প্রমুখ।