শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » ইলিয়াসপত্নী লুনার প্রার্থীতা স্থগিতের বিষয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া
ইলিয়াসপত্নী লুনার প্রার্থীতা স্থগিতের বিষয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনে ২০দলীয় জোটের বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ইলিয়াসপত্নী প্রার্থী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করে নির্বাচন কমিশনের দেয়া সিন্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়ার করা এক রিট পিটিশনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বৃহস্পতিবার দুপুরে লুনার প্রার্থীতা স্থগিতের খবর বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারন ভোটাদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। হতাশ হয়ে পড়েন তারা। এনিয়ে দিনভর এলাকা আলোচনা-সমালোচনা হয়। বিভিন্ন পেশার মানুষ তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা স্থগিতের ব্যাপারে বিরুপ মন্তব্য করতে দেখা যায়। হঠাৎ যেন আকাশ ভেঙে মাথায় পড়েছে এমন অবস্থায় বিরাজ করছে বিএনপি নেতাকর্মীর মাঝে। এলাকার সাধারণ ভোটারা পড়েছে বিপাকে। কেউ কেউ বলছেন এবার কি আমেজ বিহীন নির্বাচন হতে যাচ্ছে এ আসনে?
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ২০দলীয় তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির চেয়ারপার্সনে উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার পক্ষে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। প্রতিক পাওয়ার পরপরই দলীয় নেতাকর্মীরা ঝাপিয়ে পড়েছেন প্রচারনায়। প্রতিদিন এলাকার বিভিন্ন স্থানে তারা দলীয় প্রার্থীর পক্ষে ভোট ভিক্ষা চেয়ে চষে বেড়াচ্ছেন। এলাকার বিভিন্ন স্থানে সাটানো হচ্ছে ধানের শীষ প্রতিকের পোস্টার। হাট-বাজারে ব্যবসায়ী-পথচারীদের হাতে তুলে দিচ্ছেন ধানের শীষ সম্বলিত লিফলেট। আর এসব ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছেন নেতারা। ২০দলীয় জোটের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক, কর্মী সমাবেশ, মতবিনিময়, পথসভা করছেন। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কোন্দল মিটিয়ে তাহসিনা রুশদীর লুনা কৌশলে তার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন। তাহসিনা রুশদীর লুনা গত মঙ্গলবার থেকে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা, ইলিয়াস আলীকে ফিরে পাওয়া জন্য দোয়া এবং ধানের শীষে ভোট প্রার্থনা শুরু করেন। এতে উৎসবের আমেজ দেখা দিয়েছিল উপজেলা জুড়ে। কিন্তু হঠাৎ বৃহস্পতিবার দুপুরে তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা স্থগিত আদেশের পর নির্বাচনী আমেজে ভাটা পড়ে। ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা স্থগিতের বিষয়ে এলাকার বিশিষ্টজনের প্রতিক্রিয়া জানতে চাইলে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেন।
লুনার প্রার্থীতা স্থগিতের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে উপজেলা সদরের ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, প্রার্থীরা প্রতিক পাওয়ার পরপরই উৎসবের আমেজ বিরাজ করছিল উপজেলা জুড়ে। কিন্তু আজ বৃহস্পতিবার শুনলাম বিএনপির প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছেন হাইর্কোট। শুনে মনটা খারাপ লেগেছে।
অটোরিকশা চালক মনির মিয়া বলেন, হঠাৎ বৃহস্পতিবার বিকেলে যাত্রীদের মুখ থেকে শুনতে পাই ইলিয়াস আলীর স্ত্রীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। শুনে মনটা খুবই খারাপ হয়েছে। আশা করেছিলাম, এবার উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা বাঁচাও বাসিয়া ঐক্য নদী পরিষদের আহবায়ক ফজল খান বলেন, আমার ধারনা রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০দলীয় জোটের প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। যদি ২০দলীয় জোটের প্রার্থীর প্রার্থীতা ফিরে না পান, তাহলে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা পূরণ নির্বাচন হবেনা।
শিক্ষক ফখরুল ইসলাম বলেন, প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ হওয়ার পর এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছিল। কিন্তুবৃহস্পতিবার ২০দলীয় জোটের প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত হওয়ার খবর শুনে হতাশ হয়েছি।
বিশ্বনাথ উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক মধু মিয়া বলেন, হঠাৎ করে একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত হওয়ার বিষয়টি দুঃখজনক। ফলে এলাকায় নির্বাচনী আমেজের কিছুটা ভাটা পড়েছে। বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে সুপ্রিম কোর্টে আপিল করে হয়ত প্রার্থীতা ফিরে পেতে পারেন ২০দলীয় জোটের প্রার্থী।