![রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার ঢাকায় গ্রেফতার](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/4869-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » শ্রীপুরে বিএনপি নেতা মাওলানা রুহুল আমিন আটক
শ্রীপুরে বিএনপি নেতা মাওলানা রুহুল আমিন আটক
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর ৩ আসনের প্রার্থী ইকবাল সিদ্দিকীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালানোর সময় তেলিহাটি থেকে জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি পীরজাদা রুহুল আমিনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
১৪ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতা এডভোকেট মুহাম্মদ আতিকুর রহমান ভুঞা।