শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি হানাদার মুুক্ত দিবসে র্যালী
খাগড়াছড়ি হানাদার মুুক্ত দিবসে র্যালী
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি ১৫ ডিসেম্বর হানাদার মুুক্ত দিবস উদযাপিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে র্যালী নিয়ে প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে টাউন হলস্থ বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এক জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম সভাপতিত্বে এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,খাগড়াছড়ি সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন ।
এ সময় অন্যানদের উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাশেম, খাগড়াছড়ির সদর সার্কেল সহকারী পুলিশ সুপার রওনক, বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি নরোত্তম বৈষ্ণবসহ বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধারা এতে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দরা, জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে খাগড়াছড়ি জেলাকে হানাদার মুক্ত করার স্মৃতি চারণ করে আত্মত্যাগীদের এ জাতি আজীবণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে জানান।